আয়ুষ
azadi ka amrit mahotsav

আসামের ডিব্রুগড়ে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসের ৭৫ দিনের উল্টোগণনা শুরুর উদযাপন উপলক্ষ্যে যোগ মহোৎসবের আয়োজন

Posted On: 06 APR 2023 5:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২৩


কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আগামীকাল ৭ এপ্রিল আসামের ডিব্রুগড়ে যে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে, সেই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। আর ৭৫ দিন পর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এই উদযাপনের ৭৫ দিনের উল্টোগণনা শুরু উপলক্ষ্যে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যোগ মহোৎসব অনুষ্ঠিত হবে। ২০২২ সালে আসামের শিবসাগরে এ ধরনের মহোৎসবের আয়োজন করা হয়েছিল। মন্ত্রী জানান, আসামের মানুষের যোগ সম্পর্কে যথেষ্ট আগ্রহ রয়েছে। আয়ুষ মন্ত্রক গুয়াহাটিতে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইন্সটিটউটে পৃথক একটি পঞ্চকর্ম ব্লক গড়ে তুলবে। উত্তর-পূর্বাঞ্চলের চিরায়ত ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অঞ্চলের ৮টি রাজ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমীক্ষা চালিয়ে ওষুধগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ফলে, সংশ্লিষ্ট ওষুধগুলিকে চিকিৎসার কাজে সহজেই প্রয়োগ করা যাবে। এ ধরনের উদ্যোগের ফলে উত্তর-পূর্বাঞ্চলে চিকিৎসা পরিষেবা প্রদানের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ডিব্রুগড়ে অনুষ্ঠিত যোগ মহোৎসবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন, মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রিস্টন তাইনসং, বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বিষ্ণুরাভা রঙ্গমঞ্চে আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, সোয়া রিগপা এবং হোমিওপ্যাথি চিকিৎসার বিষয়ে দু’দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  

 

PG/CB/SB


(Release ID: 1914745) Visitor Counter : 130