মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

২০২৩-২৪ মরশুমে কাঁচা পাটের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবে কেন্দ্রের অনুমোদন

Posted On: 24 MAR 2023 9:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ২০২৩-২৪ মরশুমে কাঁচা পাটের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কৃষি সংক্রান্ত ব্যয় ও মূল্য কমিশন বা কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস-এর সুপারিশক্রমে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

২০২৩-২৪ মরশুমে টিডি-৩ প্রজাতির কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টালপ্রতি ৫,০৫০ টাকা। দেশের যে কোনও প্রান্তে কাঁচা পাট উৎপাদনের মোট ব্যয়ের ৬৩.২ শতাংশ খরচ যাতে কৃষকরা তুলতে পারেন তা নিশ্চিত করতেই মন্ত্রিসভার এই সিদ্ধান্ত। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় সরকার ঘোষণা করেছিল, যে কোনও ফসল উৎপাদনের জন্য কৃষিকাজে মোট ব্যয়ের দেড়গুণ অর্থ ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে নির্ধারিত হবে। কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণেও এই নীতি মেনে চলা হয়েছে।

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কাঁচা পাটের সহায়ক মূল্য সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত কার্যকর করবে। এক্ষেত্রে কৃষকরা কোনও ক্ষতির সম্মুখীন হলে কেন্দ্রীয় সরকার তাঁদের ক্ষতিপূরণের পুরো অর্থ প্রদান করবে।
 

PG/CB/DM/


(Release ID: 1910588) Visitor Counter : 146