তথ্যওসম্প্রচারমন্ত্রক

মন কি বাত- বেতার সম্প্রচারে বিপ্লব আনা এই অনুষ্ঠান ২০২৩-এর এপ্রিলে ১০০ পর্বে পৌঁছাবে

আকাশবাণী ১৫ মার্চ থেকে প্রতিদিন প্রধানমন্ত্রীর মন কি বাত-এ সম্প্রচারিত ১০০টি চিন্তা-ভাবনা পুনরায় ভাগ করে নেবে

Posted On: 14 MAR 2023 7:36PM by PIB Kolkata

 

নয়াদিল্লি,  ১৪ মার্চ, ২০২৩

আকাশবাণীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ ৩০ এপ্রিল ১০০ পর্বে অতিক্রম করবে। এই বিশেষ অনুষ্ঠান ২০১৪ সালের তেসরা অক্টোবর বিজয়া দশমীর দিন থেকে শুরু হয়েছিল। এ পর্যন্ত এই অনুষ্ঠানে ৯৮টি পর্ব সম্প্রচারিত হয়েছে।

শততম পর্বকে নজরে রেখে আকাশবাণী এই অনুষ্ঠানে দরুণ দেশে যে পরিবর্তন এসেছে তার প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে ১৫ মার্চ থেকে এক বিশেষ অনুষ্ঠানমালা শুরু করতে চলেছে।

এই অনুষ্ঠানের আওতায় মন কি বাত-এর বিভিন্ন পর্বে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যেসব বিষয়ে কথা বলেছেন তার মধ্যে থেকে নির্বাচিত ১০০টি বিষয় পুনরায় জনগণের সামনে নিয়ে আসা হবে। মন কি বাত-এর প্রত্যেক পর্বে প্রধানমন্ত্রীর এই বক্তব্য আকাশবাণী নেটওয়ার্কে সবকটি বুলেটিন এবং অন্যান্য অনুষ্ঠানে সম্প্রচারিত করা হবে। এই অনুষ্ঠানটি ১৫ মার্চ থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।

বিশেষ এই অনুষ্ঠানমালা দেশের ৪২টি বিবিধ ভারতী স্টেশন, ২৫টি এমএম রেনবো চ্যানেল, ৪টি এফএম গোল্ড চ্যানেল এবং ১৫৯টি প্রাথমিক চ্যানেল সহ আকাশবাণীর অন্যান্য স্টেশন থেকেও সম্প্রচারিত করা হবে। সব অঞ্চলের প্রধান সংবাদগুলিতে সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। দেশবাসী এই অনুষ্ঠান নিউজ অন এআইআর অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও শুনতে পাবেন।

মন কি বাত-এর বিষয়:

রেডিওর মাধ্যমে দেশের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী বিশেষ ও সরাসরি আলাপচারিতা মন কি বাত-এর ইতিমধ্যেই ৯৮টি পর্ব সম্পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানে স্বচ্ছ ভারত, বেটি বাঁচাও, বেটি পড়াও, জল সংরক্ষণ, ভোকাল ফর লোকাল সহ নানান সামাজিক পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, আয়ুষ, মহাকাশ সহ নানা ক্ষেত্রে স্টার্টআপ উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর বিশেষ বাচনশৈলীর মাধ্যমে এই অনুষ্ঠানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

 

PG/PM/NS



(Release ID: 1907116) Visitor Counter : 94