প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ স্মারক টেস্ট ম্যাচের কিছুক্ষণের সাক্ষী থাকলেন

প্রধানমন্ত্রী : ক্রিকেট নিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের উন্মাদনা একই রকম

Posted On: 09 MAR 2023 12:01PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ স্মারক টেস্ট ম্যাচের কিছুক্ষণের সাক্ষী থাকলেন।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী অ্যান্টনি অ্যালবানিজের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :

“ক্রিকেট নিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার মানুষের একই রকম উন্মাদনা! ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের কিছু অংশের সাক্ষী থাকতে আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আমেদাবাদে আসতে পেরে আমি খুশি। আমি নিশ্চিত এটি চিত্তাকর্ষক খেলা হবে!”


আমেদাবাদের টেস্ট ম্যাচের কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :


“আমেদাবাদ থেকে আরও কয়েকটি মুহূর্ত। ক্রিকেট চারিদিকে শুধুই ক্রিকেট!”


প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করা হয়েছে :


“ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব উদযাপিত হচ্ছে ক্রিকেটের মাধ্যমে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অ্যান্টনি অ্যালবানিজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কিছু অংশ দেখছেন।”


মাঠে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী অ্যান্টনি অ্যালবানিজকে যথাক্রমে ভারতের ক্রিকেট পর্ষদের সচিব শ্রী জয় শাহ এবং সভাপতি শ্রী রজার বিন্নি সংবর্ধনা জানান। প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সঙ্গীত শিল্পী শ্রীমতী ফাল্গুনি শাহের ‘ইউনিটি অফ সিম্ফোনি’র সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকেন।


প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রী রোহিত শর্মার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টেস্ট ক্যাপ তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক শ্রী স্টিভ স্মিথের হাতে। এর পর প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টেডিয়ামের বিপুল দর্শকদের সামনে গলফ কার্টে চড়ে অভিবাদন গ্রহণ করেন।


দুই দলের অধিনায়করা যখন পিচে টস করা জন্য যান, সেই সময় প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ‘ফ্রেন্ডশিপ হল অফ ফেম’ ঘুরে দেখার জন্য এগোন। ভারতের প্রাক্তন কোচ এবং খেলোয়াড় শ্রী রবি শাস্ত্রী দু’দেশের প্রধানমন্ত্রীকে সঙ্গ দেন এবং ভারত ও অস্ট্রেলিয়ার মূল্যবান ক্রিকেট ইতিহাস সম্পর্কে জানান।


এরপরেই দুই দলের অধিনায়ক দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠে উপস্থিত হন। দুই অধিনায়কই তাঁদের দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীদের পরিচয় করিয়ে দেন। এরপরেই ভারত এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বেজে ওঠে। তখন প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই ক্রিকেট দৈত্যের মধ্যে টেস্ট ম্যাচ দেখার জন্য প্রেসিডেন্টস বক্সের দিকে অগ্রসর হন।

PG/AP/DM



(Release ID: 1905313) Visitor Counter : 153