তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

৩১তম নতুন দিল্লি বিশ্ব বইমেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগের স্টল

Posted On: 24 FEB 2023 4:20PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

কেন্দ্রীয় সরকারের প্রকাশনা বিভাগ ৩১তম নতুন দিল্লি বিশ্ব বইমেলায় স্টল দেবে। এই স্টলে প্রকাশনা বিভাগের মূল্যবান বই এবং সাময়িক পত্র প্রদর্শিত হবে। নতুন দিল্লির প্রগতি ময়দানে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ৯ দিন ব্যাপী এই বইমেলার আয়োজক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্বায়ত্বশাসিত সংস্থা ন্যাশনাল বুক ট্রাস্ট। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে এই মেলার আয়োজন করা হয়েছে।

স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রকাশনা বিভাগ ভারতের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে যেসব বিপ্লবী আত্মোৎসর্গ করেছিলেন তাঁদের ওপর রচিত বই প্রদর্শনে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও ইতিহাস, শিল্প সংস্কৃতি, গান্ধী সাহিত্য, ব্যক্তিত্ব, আত্মজীবনী, সিনেমা, শিশু সাহিত্য সহ বিভিন্ন বিষয়ের ওপর মূল্যবান বইও স্টলে থাকবে।

বইয়ের পাশাপাশি এই স্টলে প্রকাশনা বিভাগের জনপ্রিয় সাময়িক পত্র- যোজনা, কুরুক্ষেত্র ও আজকাল, শিশুদের সাময়িক পত্র বাল ভারতী এবং এমপ্লয়মেন্ট নিউজ (রোজগার সমাচার) রাখা থাকবে। প্রগতি ময়দানের ৫ নম্বর হলে ১৭১ থেকে ১৮৬ নম্বর স্টলগুলি প্রকাশনা বিভাগের জন্য বরাদ্দ।

প্রকাশনা বিভাগ- জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্বলিত বিভিন্ন বই প্রকাশনা বিভাগ পাঠকদের কাছে পৌঁছে দেয়। কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত। এখান থেকে বিভিন্ন ভাষায় প্রকাশিত বই এবং সাময়িক পত্র পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। উন্নয়ন, ভারতের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, আত্মজীবনী, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং কর্মসংস্থান সহ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে বইগুলি রচিত হয়েছে।

PG/CB/NS


(Release ID: 1902129) Visitor Counter : 143