কয়লামন্ত্রক

কয়লা পর্যটনকে উৎসাহ দিতে আটটি ইকো-পার্ক তৈরি করেছে কয়লা মন্ত্রক

Posted On: 30 DEC 2022 1:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২২

কয়লা পর্যটনকে উৎসাহ দিতে ফিরে পাওয়া জমিতে কয়লা মন্ত্রকের ইকো-পার্ক তৈরির চলতি উদ্যোগের আওতায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৮টি ইকো-পার্ক তৈরি হয়েছে। ২০২২-২৩ সালে এ ধরনের আরও ২টি পার্ক তৈরি হবে।
কেন্দ্রীয় কয়লা, খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী ২০২২ – এর অক্টোবর মাসে ঝুরে বাল গঙ্গাধর তিলক ইকো-পার্ক উদ্বোধন করেছেন। এমএলসিআইএল পণ্ডিচেরী পর্যটন উন্নয়ন কর্পোরেশনের সঙ্গে পর্যটনে উৎসাহ দিতে খনি এলাকায় ২টি পার্ক তৈরির জন্য সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশেও কয়লা ক্ষেত্রে পর্যটনের মানোন্নয়নের জন্য ইকো-পার্ক তৈরিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সুস্থায়ী উন্নয়ন এবং খাদান এলাকা সবুজায়নের লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৩০০ হেক্টর জমিতে ২৭ লক্ষের কাছকাছি গাছের চারা রোপণ করা হয়েছে।

PG/PM/SB



(Release ID: 1887992) Visitor Counter : 81