রেলমন্ত্রক
শ্রী অনিল কুমার লাহোটি রেল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব গ্রহণ করেছেন
प्रविष्टि तिथि:
01 JAN 2023 12:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জানুয়ারি,২০২৩
শ্রী অনিল কুমার লাহোটি রেল মন্ত্রকের অধীনস্থ রেল বোর্ডের নতুন চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব গ্রহণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এর আগে রেল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে শ্রী লাহোটির নিয়োগের অনুমোদন দেয়। তিনি রেল বোর্ডের পরিকাঠামো শাখার একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৪ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স-এর আধিকারিক শ্রী লাহোটি ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস-এর প্রথম প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তিনি গোয়ালিয়রের মাধব ইনস্টিটিউট অফ টেকনলজি অ্যান্ড সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্বর্ণ পদক প্রাপ্ত। পরবর্তীতে আইআইটি রুরকি থেকে পরিকাঠামোগত ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মাস্টার্স করেছেন। তাঁর ৩৬ বছরের কর্মজীবনে শ্রী লাহোটি রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। দিল্লির আনন্দ বিহার টার্মিনাল এবং নতুন দিল্লির আজমিরী গেটের পাশে নতুন ভবনের পরিকল্পনা তাঁরই। শ্রী লাহোটি বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
PG/CB /DM/
(रिलीज़ आईडी: 1887924)
आगंतुक पटल : 265