প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন


প্রধানমন্ত্রী প্রায় ৩০০ জন ক্ষুদে কীর্তনীয়ার সঙ্গে ‘শবদ কীর্তন’ – এ অংশ নেবেন

প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ছাত্রছাত্রীর কুচকাওয়াজের সূচনা করবেন

प्रविष्टि तिथि: 24 DEC 2022 7:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি প্রায় ৩০০ জন ক্ষুদে কীর্তনীয়ার সঙ্গে ‘শবদ কীর্তন’ – এ অংশ নেবেন। এই বিশেষ আয়োজনে শ্রী মোদী প্রায় ৩ হাজার ছাত্রছাত্রীর কুচকাওয়াজের সূচনা করবেন।

কেন্দ্র সাহিবজাদাদের দৃষ্টান্তমূলক সাহসিকতার কাহিনী দেশের ছোট ছোট ছেলেমেয়ে সহ প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মধ্য দিয়ে নানা তথ্য সংগ্রহ করবেন। দেশ জুড়ে স্কুল-কলেজে রচনা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রেল স্টেশন, পেট্রোল পাম্প, বিমানবন্দর সহ সর্বসাধারণের জন্য বিভিন্ন জায়গায় ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থাও করা হবে। সাহিবজাদাদের জীবনের কথা এবং আত্মবলিদানের ঘটনা বিশিষ্ট জনেরা সকলের কাছে তুলে ধরবেন। 

প্রধানমন্ত্রী ২০২২ – এর ৯ জানুয়ারী শ্রীগুরু গোবিন্দ সিংজীর প্রকাশ পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৬ ডিসেম্বরকে ‘বীর বাল দিবস’ উদযাপনের কথা ঘোষণা করেছিলেন। শ্রীগুরু গোবিন্দ সিংজীর দুই পুত্র সাহিবজাদা বাবা জোরাওয়ার সিংজী এবং ফতে সিংজীর শহীদ হওয়ার ঘটনাটিকে স্মরণ করতেই এই উদ্যোগ। 

 

PG/CB/SB


(रिलीज़ आईडी: 1886491) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , Malayalam , Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil