সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
একটি স্তম্ভের উপর ভিত্তি করে নাগপুরে মহাসড়ক উড়াল পুল এবং মেট্রো রেলপথ সহ ৩.১৪ কিলোমিটার দীর্ঘ ডবল ডেকার ভায়াডাক্ট নির্মাণের জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এবং মহা মেট্রো টিমকে গিনেস বুক – এ বিশ্ব রেকর্ড স্থাপন করায় অভিনন্দন নীতিন গড়করির
प्रविष्टि तिथि:
05 DEC 2022 4:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২২
কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি একাধিক টুইট বার্তায় একটি স্তম্ভের উপর ভিত্তি করে মহাসড়ক উড়ালপুল ও মেট্রোর সাথে দীর্ঘতম ডাবল ডেকার ভায়াডাক্ট (৩.১৪ কিমি) নির্মাণ করে নাগপুরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করার জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এবং মহা মেট্রো টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শ্রী গড়করি বলেছেন, এই প্রকল্প ইতিমধ্যেই এশিয়া বুক এবং ইন্ডিয়া বুক – এ সাফল্যের সম্মান অর্জন করেছে। বর্তমানে নতুন এই সম্মানীয় খেতাব অর্জন আমাদের সকলের কাছেই এক গর্বের মুহূর্ত। মন্ত্রী ইঞ্জিনিয়ার, আধিকারিক এবং কর্মীদের ২৪ ঘন্টা নিরলস পরিশ্রমের ফলেই এটা সম্ভব হওয়ায় তাঁদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিশ্ব মানের পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারের সংকল্পকে এই উন্নয়ন এক সার্থক রূপ দিয়েছে বলেও শ্রী গড়করি জানান।
PG/AB/SB
(रिलीज़ आईडी: 1881006)
आगंतुक पटल : 159