প্রতিরক্ষামন্ত্রক
কর্পোরেট চাকরিতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক আলোচনা করেছে ভারতের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে
Posted On:
01 DEC 2022 9:15AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ডিসেম্বর ২০২২
প্রতিরক্ষা মন্ত্রক আজ সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স-এর আওতায় থাকা ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনার আয়োজন করে। কোম্পানিগুলির নিয়োগ নীতিতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য কর্মসংস্থানের সুবিধা রাখার বিষয়ে আলোচনা হয়। আলোচনা পৌরহিত্য করেন প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামানে। এল অ্যান্ড টি, আদানি ডিফেন্স লিমিটেড, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড, অশোক লেল্যান্ড সহ প্রধান ভারতীয় প্রতিরক্ষা শিল্পের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যরা আলোচনায় অংশ নেন।
প্রতিরক্ষা সচিব বলেন, দেশ গঠনের বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের পর অত্যন্ত নিবেদিত প্রাণ এবং শৃঙ্খলাপরায়ণ যুবাদের কর্মসংস্থান করার লক্ষ্যে অগ্নিবীরদের দক্ষতাকে সঠিক উপায়ে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার। সশস্ত্র বাহিনীতে থাকাকালীন অগ্নিবীরদের অর্জিত দক্ষতা অত্যন্ত উচ্চমানের কুশল ও পেশাদারী কর্মী বাহিনী তৈরি করতে সাহায্য করবে। শিল্পের পক্ষে এই কর্মী বাহিনী অত্যন্ত ফলপ্রসূ এবং উৎপাদনশীল হবে।
ঐসব কোম্পানির পদস্থ আধিকারিকরা এই উদ্যোগে তাঁদের অকুন্ঠ সমর্থন জানান এবং সশস্ত্র বাহিনীতে থাকার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ব্যাচের অগ্নিবীরদের নিয়োগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা আশ্বাস দেন যে দক্ষতার ভিত্তিতে তাঁদের নিয়োগ নীতিতে অগ্নিবীরদের জন্য উপযুক্ত সংস্থান রাখা হবে। অগ্নিবীরদের অর্জিত দক্ষতার সঙ্গে শিল্পের প্রয়োজনের সামঞ্জস্য রাখার বিষয়েও আলোচনা হয়।
প্রতিরক্ষা সচিব অংশগ্রহণকারীদের উৎসাহব্যঞ্জক জবাবে ভারতীয় প্রতিরক্ষা উৎপাদকদের যথাশীঘ্র সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নীতি ঘোষণা করার আর্জি জানান।
PG/AP/DM/
(Release ID: 1880341)
Visitor Counter : 149