নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

শ্রী অরুণ গোয়েল নতুন ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন

Posted On: 21 NOV 2022 2:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১  নভেম্বর, ২০২২

ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসেবে শ্রী অরুণ গোয়েল দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার বর্তমানে নেপালে সংসদীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে সেখানে সফররত থাকাকালীন ব্যক্তিগতভাবে শ্রী অরুণ গোয়েলকে এই পদে নিযুক্ত হওয়ার জন্য সেখান থেকেই অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন কমিশনে তাঁকে স্বাগত জানিয়ে শ্রী কুমার বলেছেন, প্রশাসনিক ক্ষেত্রে শ্রী গোয়েলের বিশাল এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, সুগম এবং অংশগ্রহণমূলক করে তোলার প্রক্রিয়ার কাজকে শক্তিশালী করবে। শ্রী অরুণ গোয়েল (পাঞ্জাব ক্যাডারের ১৯৮৫ ব্যাচের) আইএএস। ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চার্চিল কলেজ থেকে উন্নয়নমূলক অর্থনীতিতে ডিস্টিংসন নিয়ে তিনি স্নাতকোত্তর হন। তিনি গণিতে এমএসসি।

ভারত সরকারের যেসব পদে তিনি নিযুক্ত ছিলেন       

                    

                                                  সময়

Ø ভারি শিল্প মন্ত্রকের সচিব                       ২০২০-২২

Ø সংস্কৃতি মন্ত্রকের সচিব                           ২০১৮-১৯

Ø শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের এএসঅ্যান্ডএফএ      ২০১৭

Ø দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান       ২০১৫-১৬

Ø অর্থমন্ত্রক এবং শুল্ক দপ্তরের যুগ্ম সচিব         ২০১২-১৪

Ø নগরোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব              ২০১১

 

পাঞ্জাব সরকারের বিভিন্ন পদে

Ø শক্তি এবং সেচ দপ্তরের প্রধান সচিব          ২০১০

Ø আবাসন ও নগরোন্নয়নে দপ্তরের প্রধান সচিব      ২০০৭-২০০৯

Ø ব্যয় দপ্তরের সচিব                      ২০০৬

Ø পাঞ্জাব শিল্প এবং রপ্তানীর ম্যানেজিং ডিরেক্টর     ২০০৩-২০০৫

নিগম

Ø পাঞ্জাব ওয়্যারহাউসিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর   ২০০১-২০০২

Ø জেলা নির্বাচনী আধিকারিক/কালেক্টর লুধিয়ানা           ১৯৯৫-২০০০

Ø চন্ডীগড় শিল্প এবং পর্যটনে ম্যানেজিং ডিরেক্টর          ১৯৯৪

 উন্নয়ন নিগম

Ø জেলা নির্বাচনী আধিকারিক/কালেক্টর ভাতিন্দা         ১৯৯৩

PG/AB/NS


(Release ID: 1877798) Visitor Counter : 351