নির্বাচনকমিশন
নেপালে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার
Posted On:
17 NOV 2022 12:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ নভেম্বর ২০২২
নেপালের আসন্ন প্রতিনিধিসভা এবং প্রভিনশিয়াল অ্যাসেম্বলির নির্বাচনে সে দেশের নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারকে আমন্ত্রণ জানিয়েছে। নেপালের ফেডারেল পার্লামেন্টে ২৭৫টি আসনে এবং সাতটি প্রভিনশিয়াল অ্যাসেম্বলির ৫৫০টি আসনে আগামী ২২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ -২২ নভেম্বর পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল সরকারি অতিথি হিসেবে নেপাল সফর করবে। তাঁর সফরকালে শ্রী কুমার কাঠমান্ডু এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলি পরিদর্শন করবেন।
ভারতের সংসদীয় নির্বাচন ও বিধানসভাগুলিতে আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর ব্যবস্থা রয়েছে যেখানে বিভিন্ন দেশের নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমন্ত্রিত হন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ২০২২-এর অক্টোবর পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন বিশ্ব নির্বাচকমণ্ডলী সংগঠনের সভাপতিত্ব করে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এটি হল বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা। ২০২২-২০২৪ সময়কালের জন্য সর্বসম্মতিক্রমে ভারতের নির্বাচন কমিশন এশীয় নির্বাচন কর্তৃপক্ষদের নিয়ে গঠিত সংগঠনের (এএইএ) সভাপতি নির্বাচিত হয়েছে।
PG/AB/DM/
(Release ID: 1877084)
Visitor Counter : 140