প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর সন্ত্রাসবাদে অর্থ যোগানের মোকাবিলা শীর্ষক তৃতীয় ‘নো মানি ফর টেরর’ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন

Posted On: 17 NOV 2022 2:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় হোটেল নতুন দিল্লির তাজ প্যালেসে সন্ত্রাসবাদে অর্থ যোগানের মোকাবিলা শীর্ষক তৃতীয় ‘নো মানি ফর টেরর’ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন।

দু-দিনের সম্মেলনটি হবে ১৮ এবং ১৯ নভেম্বর। সন্ত্রাসবাদে অর্থ যোগানের মোকাবিলায় সাম্প্রতিক আন্তর্জাতিক প্রয়াসের কার্যকারিতার পাশাপাশি নতুন নতুন সমস্যার মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অংশগ্রহণকারী দেশ এবং সংগঠনগুলির আলোচনার এক অভিনব সুযোগ হবে এই সম্মেলনে। ২০১৮র এপ্রিলে প্যারিসে এবং ২০১৯এর নভেম্বরে মেলবোর্নে অনুষ্ঠিত পূর্বেকার দুটি সম্মেলনের শিক্ষা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে এই সম্মেলন শুরু হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ হবে যাতে সন্ত্রাসবাদীরা আর্থিক সাহায্য না পায় এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর সুযোগের সদ্ব্যবহার না করতে পারে। সারা বিশ্বের ৪৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন যাঁদের মধ্যে থাকবেন মন্ত্রীরা, বহুমুখী সংগঠনের প্রধানরা এবং ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) প্রতিনিধি প্রধানরা।

সম্মেলনে আলোচনা হবে চারটি অধিবেশনে। আলোকপাত করা হবে ‘আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্যের ধরন’, ‘সন্ত্রাসবাদের জন্য তহবিল সংগ্রহে চিরাচরিত ও অচিরাচরিত পন্থার ব্যবহার’, ‘নতুন প্রযুক্তি আর সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য’ এবং ‘সন্ত্রাসবাদীদের অর্থের যোগান বন্ধের জন্য আন্তর্জাতিক সহযোগিতা’-র ওপর।

PG/AP/NS


(Release ID: 1876859) Visitor Counter : 162