তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্যাঙ্গো নাচতে প্রস্তুত !
মুম্বাই, ১৬ নভেম্বর, ২০২২
লোকে বলে আর্জেন্টিনিয়দের ব্যক্তিত্বের পরিচায়ক নাটকীয় এবং আবেগে ভরপুর ট্যাঙ্গো। এটা আশ্চর্যের বিষয় নয় যে শুধু ট্যাঙ্গোর জন্যই নয়, অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী চলচ্চিত্র নির্মাণের ইতিহাসের জন্য পরিচিত দেশটির অন্তঃস্থলে আছে শিল্প এবং মনোরঞ্জন। আর্জেন্টিনায় প্রথম দেশ যারা ১৮৯৬তে লুমিয়ের-এর সিনেমাটোগ্রাফি আমদানি করেছিল। এর মাত্র এক বছর আগে তা শুরু হয়েছিল প্যারিসে। বিশ্বের প্রথম অ্যানিমেশন কাহিনীচিত্র এল অ্যাপোসল তৈরি হয়েছিল আর্জেন্টিনাতেই। নতুন আর্জেন্টিনিয় চলচ্চিত্রের পুরোভাগে আছেন লুক্রেসিয়া মার্টেল, মার্টিন রেজম্যান এবং পাবলো ত্রাপেরোর মতো ব্যক্তিত্বরা। এমনই একটি সমৃদ্ধ ঐতিহ্যের দেশ থেকে ৫৩তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনাদের জন্য আনা হয়েছে ৭টি বাছাই করা আর্জেন্টিনিয় চলচ্চিত্র।
রডরিগো গুয়েরেরো পরিচালিত ২০২১এর ছবি “সেভেন ডগস” মনোনিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ ময়ুরের জন্য। এই ছবিটি আর্জেন্টিনিয় পরিচালকের চতুর্থ কাহিনীচিত্র। ৮০ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে একটি মানুষ এবং তার পোষ্যদের মধ্যে সম্পর্ক।
PG/AP/NS
(Release ID: 1876764)
Visitor Counter : 128