প্রধানমন্ত্রীরদপ্তর

জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম ও ওয়েবসাইটের সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


৮ নভেম্বর বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি

Posted On: 07 NOV 2022 11:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ নভেম্বর ২০২২

 

ভারতের জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইটের উদ্বোধন তথা সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ নভেম্বর বিকেল ৪-৩০ মিনিটে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী মোদীর চিন্তাদর্শ অনুসরণে উদ্ভাবিত ভারতের বিদেশ নীতিকে নতুনভাবে সাজানো হয়েছে। এর লক্ষ্য হল, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকাকে নেতৃত্বের পর্যায়ে উন্নীত করা। এর পরবর্তী পদক্ষেপটি হল এ বছরের ১ ডিসেম্বর থেকে ভারত জি-২০-র নেতৃত্ব তথা সভাপতিত্বের আসনটি অলঙ্কৃত করবে। এরই ফলশ্রুতি হিসেবে আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের কর্মসূচিতে এক যোগ্য নেতৃত্বদানের সুযোগ গ্রহণ করতে পারবে ভারত। উদ্ভাবিত জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম ও ওয়েবসাইটে ভারতের বিশেষ বার্তা তুলে ধরা হবে। একইসঙ্গে বিশ্বের আঙিনায় অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি চিহ্নিত করা সহজতর হয়ে উঠবে।

বিশ্ব অর্থনৈতিক সহযোগিতা প্রসারের ক্ষেত্রে জি-২০ হল এক বিশেষ মঞ্চ। জি-২০-র সভাপতিত্বকালে ভারতের বিভিন্ন অঞ্চলে ৩২টি পৃথক পৃথক ক্ষেত্রে প্রায় ২ হাজারটির মতো আলাপ-আলোচনা, সম্মেলন ও বৈঠকের পরিসর তৈরি হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরে। ভারতের উদ্যোগ-আয়োজনে এটি হবে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সমাবেশ।

 

PG/SKD/DM/



(Release ID: 1874391) Visitor Counter : 169