আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
কোচিতে ৪-৯ সেপ্টেম্বর আয়োজিত হবে আর্বান মোবিলিটি ইন্ডিয়া (ইউএমআই) সম্মেলন ও প্রদর্শনী
Posted On:
03 NOV 2022 11:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ নভেম্বর, ২০২২
কোচিতে ৪-৯ সেপ্টেম্বর আয়োজিত হবে আর্বান মোবিলিটি ইন্ডিয়া (ইউএমআই) সম্মেলন ও প্রদর্শনী। পঞ্চদশ এই সম্মেলনে যৌথভাবে উদ্বোধন করবেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এবং কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন। কেরালার গ্র্যান্ড হায়াত কোচি হোটেলে তিন দিনের এই সম্মেলনের আয়োজন করছে নগর ও আবাসন মন্ত্রক এবং কেরালা সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির প্রধান আধিকারিকরা, মেট্রো রেল কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর, আন্তর্জাতিক বিশেষজ্ঞ শিক্ষাবিদ ও পড়ুয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই সম্মেলনে অংশ নেবেন।
এই সম্মেলন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের এক ছাতার তলায় নিয়ে আসার সুযোগ করে দেবে। এবারের আর্বান মোবিলিটি ইন্ডিয়া সম্মেলন ও প্রদর্শনীর মূল ভাবনা আজাদি “Azadi@75 – Sustainable AatmaNirbhar Urban Mobility” বা স্বাধীনতার ৭৫ বছরে সুসংহত আত্মনির্ভর নাগরিক চলাচল। এটি শহরাঞ্চলে উন্নতমানের যানবাহন ব্যবস্থা চালু করতে ও আধুনিক যানবাহনের নকশা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।
PG/PM/NS
(Release ID: 1873401)
Visitor Counter : 241