মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

জলসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে ভারত – ডেনমার্ক মউ স্বাক্ষরের বিষয়টি আজ আলোচিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

Posted On: 02 NOV 2022 3:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ নভেম্বর, ২০২২

 

জলসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারত ও ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত একটি মউ সম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে।

দ্বিপাক্ষিক এই সহযোগিতা চুক্তির মধ্যে রয়েছে – সংশ্লিষ্ট তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থাকে ডিজিটাল করে তোলা, জলসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনাকে সুসংহত করা, জলাধার এবং ভূগর্ভস্থ জলের উৎস সম্পর্কে সমীক্ষা ও গবেষণার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রতিটি বাড়িতে নিরন্তর জল সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করে তোলা, নদী ও জলাশয়গুলির সংস্কার ও উন্নয়ন, জলের গুণমান পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বর্জ্য ও নিকাশি জলের শোধন ও প্রক্রিয়াকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা তথা সমস্যার সমাধান সূত্র বের করা, নদী-কেন্দ্রিক নগরোন্নয়ন পরিকল্পনা ও বন্যা নিয়ন্ত্রণ এবং তরল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা।

এই মউ-এর আওতায় জলসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং গ্রামীণ জল সরবরাহ তথা নিকাশি জল ও বর্জ্যের শোধন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা সম্পর্কিত কর্মসূচিগুলি বিশেষভাবে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও ডেনমার্কের মধ্যে সংশ্লিষ্ট মউ-টি স্বাক্ষরিত হয়েছিল এ বছর ১২ সেপ্টেম্বর তারিখে।

 

PG/SKD/SB


(Release ID: 1873209) Visitor Counter : 232