প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

গান্ধীনগরে দ্বাদশ প্রতিরক্ষা প্রদর্শনীর অবসরে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষা সচিব

Posted On: 20 OCT 2022 9:07AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২০ অক্টোবর, ২০২২

গুজরাটের গান্ধীনগরে দ্বাদশ প্রতিরক্ষা প্রদর্শনীর অবসরে গতকাল বাংলাদেশ এবং কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফ্টেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান’এর নেতৃত্বে আগত ওই দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা সচিব। দু-দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি নিয়ে উভয় পক্ষই মতবিনিময় করে এবং প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারের সম্ভাবনার দিকগুলি নিয়েও তাঁরা কথাবার্তা বলেন।

প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার পরে এক আলোচনা বৈঠকে মিলিত হন কাজাখস্তান প্রতিনিধি দলের সঙ্গে। ওই দেশের প্রতিরক্ষা দপ্তরের উপমন্ত্রী লেফ্টেন্যান্ট জেনারেল রাসলান স্পেকবায়েভ-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তিনি মতবিনিময় করেন। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রশিক্ষণ, যৌথ মহড়া ও দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলি ছিল আলোচ্যসূচির মধ্যে।

PG/SKD/NS


(Release ID: 1869540) Visitor Counter : 170