নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

আন্তর্জাতিক সৌর জোটের পঞ্চম অধিবেশন উদ্বোধন করলেন শ্রী আর কে সিং

Posted On: 18 OCT 2022 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক সৌর জোটের পঞ্চম অধিবেশনের আজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় শক্তি এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং। আন্তর্জাতিক সৌর জোটে ভারত সভাপতির আসন অলঙ্কৃত করছে। এই জোটের সহ-সভাপতি হল ফ্রান্স। ২০টি দেশের মন্ত্রীরা ও ১১০টি চুক্তিবদ্ধ দেশের অভ্যাগতরা এবং ১৮টি সম্ভাব্য যোগদানকারী দেশ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী রাজকুমার সিং বলেন, গত দু’বছর আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে যে জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বের নির্ভরতা অস্বাস্থ্যকর। এটি কেবলমাত্র পরিবেশের জন্যই ক্ষতিকারক নয়, অর্থনীতির জন্যও ক্ষতিকারক। সুখবর হল যে একে প্রতিহত করার হাতিয়ার আমাদের রয়েছে এবং প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি নিশ্চয়তা প্রদান করছে যে আগামী বছরগুলিতে আরও কার্যকরী সম্পদ পাওয়া যাবে।

তিনি আরও বলেন যে আমাদের লক্ষ্য হল, আন্তর্জাতিক সৌর জোট তার সহযোগী দেশগুলিকে সৌরশক্তি সংক্রান্ত নীতি রচনা ও তা রূপায়ণ এবং জাতীয় সৌরশক্তি ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন তথা সৌরশক্তি ব্যবহারের কর্মসূচি অর্জনের ক্ষেত্রে মূল্যসাশ্রয়ী ব্যবস্থা গড়ে তুলে সরকারি ও বেসরকারি ক্ষেত্র যুক্ত করা।

আন্তর্জাতিক সৌর জোটের এই অধিবেশন হল সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী যেখানে প্রত্যেক সদস্য দেশ উপস্থিত রয়েছে। এই গোষ্ঠীই সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক সৌর জোটের পরিকাঠামো চুক্তি এবং লক্ষ্য পূরণের জন্য সমন্বিত যে কর্মপদ্ধতি তা কিভাবে রূপায়িত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই আন্তর্জাতিক সৌর জোট ১০০ সদস্য দেশ এবং চুক্তিবদ্ধ দেশগুলি একটি আন্তর্জাতিক সংগঠন। কার্বনমুক্ত ভবিষ্যতের জন্য সৌরশক্তিই যে একটি সুস্থায়ী পথ, তা প্রচার এবং প্রসারের লক্ষ্যে কাজ করার পাশাপাশি সৌরশক্তির সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে সরকারের সঙ্গে সহযোগিতা রক্ষা করে এই গোষ্ঠী কাজ করে। এটির লক্ষ্য হল ২০৩০-এর মধ্যে সৌরক্ষেত্রে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ অর্জন করা।

PG/AB/DM



(Release ID: 1868924) Visitor Counter : 233