প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর হিমাচল প্রদেশের উনা ও চম্বা সফর করবেন


প্রধানমন্ত্রী ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে উনায় ওষুধ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী আইআইটি উনা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের উনা থেকে নতুন দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করবেন

প্রধানমন্ত্রী চম্বাতে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সূচনা করবেন

Posted On: 12 OCT 2022 3:46PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১২  অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ অক্টোবর হিমাচল প্রদেশের উনা সফর করবেন। প্রধানমন্ত্রী উনা হিমাচল রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এরপর এক জনসভায় প্রধানমন্ত্রী আইআইটি উনা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এবং উনা ওষুধ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর চম্বাতে এক জনসভায় প্রধানমন্ত্রী দুটি জল বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সূচনা করবেন।

আত্মনির্ভর ভারত গঠনের জন্য প্রধানমন্ত্রী যে উদাত্ত আহ্বান জানিয়েছেন সেই লক্ষ্য পূরণে এগোচ্ছে। বিভিন্ন ক্ষেত্র ক্রমশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্র। এখানে আত্মনির্ভরতা আনতে প্রধানমন্ত্রী উনা জেলার হারোলিতে ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বৃহৎ ওষুধ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই পার্কটি ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়িত হলে ২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এই অঞ্চলের অর্থনৈতিক কাজকর্ম ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রী উনাতে আইআইটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২০১৭ সালে তিনিই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

প্রধানমন্ত্রী আম্ব আন্দৌরা থেকে নতুন দিল্লি পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই ট্রেন চালু হলে এই অঞ্চলে পর্যটন বাড়বে এবং যাতায়াত সুবিধাজনক হবে।

সাম্বাতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দুটি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে একটি ৪৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চাঞ্জু-থ্রি জলবিদ্যুৎ প্রকল্প। অন্যটি হল ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেওথাল চাঞ্জু জলবিদ্যুৎ প্রকল্প।

শ্রী মোদী হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্বের সূচনা করবেন। এই প্রকল্পের আওতায় রাজ্যে ৩ হাজার ১২৫ কিলোমিটার সড়ক নির্মাণ ও এর মানোন্নয়ন করা হবে।

 

PG/PM/NS


(Release ID: 1867126) Visitor Counter : 174