আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

নগরোন্নয়নেস্থিতিশীল এবং উদ্ভাবনমূলক উদ্যোগের ইতিবাচক প্রভাবের প্রদর্শন

प्रविष्टि तिथि: 03 OCT 2022 4:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ অক্টোবর ২০২২

 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্বানঅ্যাফেয়ার্স (এনআইইউএ), শহরে উদ্ভাবন, সুসংহতকরণ এবং স্থিতিশীলতার জন্য বিনিয়োগেরউদ্যোগ বা ‘সিটিজ ইনভেস্টমেন্ট টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেন’ – ‘সিটিজ’কর্মসূচির আওতায় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ‘সিটিজ অফ টুমোরো’ শীর্ষক এইপ্রদর্শনীতে ভারতে নগরোন্নয়নে স্থিতিশীলতা এবং উদ্ভাবনমূলক উদ্যোগের ইতিবাচকপ্রভাবের বিভিন্ন দিক তুলে ধরা হবে। আগরতলা, অমরাবতী, অমৃতসর, ভুবেনেশ্বর,চেন্নাই, দেরাদুন, হুবলি-ধারওয়াড়, কোচি, পুদুচেরী, সুরাট, উজ্জয়িনী এবংবিশাখাপত্তনম – এই ১২টি স্মার্ট সিটি নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।স্থিতিশীল ভ্রাম্যমানতা, সর্বসাধারণের উন্মুক্ত স্থান, ই-গভর্ন্যান্স,তথ্য-যোগাযোগ প্রযুক্তি, নিম্ন আয়ের জনপদে সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন উদ্ভাবনমূলকউদ্যোগের ওপর ভিত্তি করে আলোকচিত্রীরা যে ছবি তুলেছেন, সেগুলিকে বাছাই করেনির্দিষ্ট কিছু ছবি এই প্রদর্শনীতে স্থান পাবে।

বিশিষ্ট আলোকচিত্রী শ্রী রঘু রাই,শ্রীমতী কেতকী শেঠ এবং শ্রী শৌনক বন্দ্যোপাধ্যায় প্রায় ৪০০টি ছবি বাছাই করে এইপ্রদর্শনীতে ছবি পাঠিয়েছেন। তেসরা অক্টোবর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ওভুটানে ইউরোপীয় ইউনিয়নের দূত শ্রী উগো আস্তুতো, ফরাসী দূতাবাসের উপ-প্রধান শ্রীদামিয়্যেঁ সৈয়দ, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সির ভারতের দায়িত্বপ্রাপ্ত নির্দেশকশ্রী ব্রুনো বোসলে, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের স্মার্ট সিটিজ মিশন-এর যুগ্ম সচিবও মিশন ডায়রেক্টর শ্রী কুনাল কুমার সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। নতুন দিল্লিরইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে ৬ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

 

PG/CB/DM/


(रिलीज़ आईडी: 1865078) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Telugu , Kannada