যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
স্বচ্ছ ভারত কর্মসূচি অনুসরণে আগামী পয়লা অক্টোবর ‘পরিচ্ছন্ন ভারত২’-এর সূচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী
प्रविष्टि तिथि:
28 SEP 2022 6:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত কর্মসূচির অনুসরণে আগামী পয়লা অক্টোবর থেকে দেশে ‘পরিচ্ছন্ন ভারত২’ অভিযানের সূচনা হচ্ছে। অভিযান চলবে সারা মাস জুড়ে। বিভিন্ন ধরনের বর্জ্য বিশেষত একবার ব্যবহারের পর অব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ করে তা বাতিল ও নষ্ট করে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হবে এই অভিযানকালে।
অভিযান প্রসঙ্গে আজ কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তরের সচিব শ্রী সঞ্জয় কুমার জানান, পয়লা অক্টোবর পরিচ্ছন্ন ভারত ২-এর সূচনা করলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।
শ্রী সঞ্জয় কুমার জানান, গত বছরের ‘পরিচ্ছন্ন ভারত’ অভিযানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বছর ১ কোটি কেজির মতো প্লাস্টিক, বর্জ্য বৈদ্যুতিন সামগ্রী এবং অন্যান্য অব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে তা নষ্ট করে ফেলা হবে। দেশের নাগরিকদের স্বেচ্ছায় অংশগ্রহণের মধ্য দিয়ে এই অভিযানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে। দেশের পর্যটন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, জাতীয় মহাসড়ক, ঐতিহাসিক ও ঐতিহ্য মন্ডিত ভবন, ধর্মীয় স্থান, হাসপাতাল এবং জলাশয় ও পুস্করিনীর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান বিশেষ ভাবে সাহায্য করবে বলে দপ্তর মনে করছে।
শ্রী সঞ্জয় কুমার আরও জানান, প্রধানমন্ত্রী যে ‘পঞ্চ প্রাণ’ বা পাঁচটি সংকল্পের কথা দেশবাসীর সামনে তুলে ধরেছেন তাকে স্বাধীনতার অমৃত মহোৎসব ও অমৃতকালে বাস্তবায়িত করার বিশেষ চেষ্টা চালানো হবে নেহরু যুব কেন্দ্র সংগঠন, কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের উদ্যোগে। দেশের সবকটি জেলাতেই এই কর্মসূচি রূপায়িত হবে বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের মন্ত্র হবে ‘স্বচ্ছকাল: অমৃতকাল’। সকলের সম্মিলিত অংশগ্রহণে এই অভিযান এক জন-আন্দোলনের রূপ নেবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/NS
(रिलीज़ आईडी: 1863358)
आगंतुक पटल : 206