তথ্যওসম্প্রচারমন্ত্রক

‘আগামীদিনের ৭৫টি সৃজনশীল মনন’ বিভাগে মন্ত্রকের আবেদনপত্রের আহ্বান

Posted On: 05 SEP 2022 5:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রক গোয়ায় অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আগামীদিনের ৭৫টি সৃজনশীল মনন’ বিভাগে আবেদনপত্র আহ্বান করেছে। চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল প্রতিভাদের অন্বেষণ করে তাঁদের সাহায্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ২০২১ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই উদ্যোগ নিয়েছিল। স্বাধীনতার ৭৫তম বর্ষে ৭৫ জন চলচ্চিত্র নির্মাণে আগ্রহী প্রতিভাবান ব্যক্তিদেরকে সাহায্য করার এই উদ্যোগ এবার দ্বিতীয় বর্ষে পড়ল। প্রতি বছর এই বিভাগে একটি করে আসন বাড়ান হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর জানান, চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম এবং বিনোদনের জগতের বিশিষ্টজনেদের সঙ্গে সৃজনশীল তরুণ প্রতিভাদের যোগাযোগ করিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

গোয়া চলচ্চিত্র উৎসবে ভবিষ্যতের নির্বাচিত সৃজনশীল ব্যক্তিরা বিভিন্ন কর্মশালায় যোগদান করবেন। তাঁরা বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় করে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ধারণা পাবেন।  এঁদের সাতটি দলে ভাগ করা হবে। প্রত্যেক দলের সদস্যরা ৫৩ ঘন্টার মধ্যে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন। ভারতের স্বাধীনতার শততম বর্ষের ধারণা নিয়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর ভাবনায় এই চলচ্চিত্রগুলি নির্মাণ করতে হবে। শর্টস টিভি-র সঙ্গে যৌথ উদ্যোগে চলচ্চিত্রগুলি নির্মাণের পর সেগুলি ২৪ নভেম্বর প্রদর্শিত হবে। ঐদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।

ভারতকে আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতারা সিনেমা তৈরির বিষয়ে সম্যক ধারণা পাবেন।  ভবিষ্যতে সংবাদমাধ্যম এবং বিনোদনের ক্ষেত্রে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।

https://www.iffigoa.org/creativeminds - এই লিঙ্কে ক্লিক করে আগ্রহী ব্যক্তিরা ‘আগামীদিনের ৭৫টি সৃজনশীল মনন’ বিভাগে ২৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

 
PG/CB/DM



(Release ID: 1857088) Visitor Counter : 130