যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ২৫টিরও বেশি শহরে ‘মিট দ্য চ্যাম্পিয়ন’ কর্মসূচী উদযাপন
Posted On:
28 AUG 2022 7:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২২
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ২৯ অগাস্ট দেশ জুড়ে ২৬টি স্কুলে ‘মিট দ্য চ্যাম্পিয়ন’ কর্মসূচী পালিত হবে। কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপিত হয়।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী নিখাত জারিন, প্যারালিম্পিক্স ও কমনওয়েলথ্ – এ পদক জয়ী ভাবিনা প্যাটেল, টোকিও অলিম্পিক্স ও কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ী মনপ্রীত সিং সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ লাভ করবে। অলিম্পিক্সে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপরা গত বছর ডিসেম্বরে ‘মিট দ্য চ্যাম্পিয়ন’ কর্মসূচীর সূচনা করেন। এই কর্মসূচীর আওতায় বিভিন্ন স্কুলে ক্রীড়া ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা তাঁদের অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা এবং অন্যান্য নানা পরামর্শ ছাত্রছাত্রীদের দিয়ে থাকেন।
স্পোর্টস্ অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ফিট ইন্ডিয়া কর্মসূচীর আওতায় একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। সকলে যাতে শারীরিকভাবে ফিট থাকেন, সেই দিকটি বিবেচনা করেই এই উদ্যোগ। জাতীয় ক্রীড়া দিবসে সন্ধ্যায় কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক ভার্চ্যুয়ালভাবে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া ও শারীরিক সক্ষমতা ক্ষেত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেন।
PG/CB/SB
(Release ID: 1855241)
Visitor Counter : 159