যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

এএফসি টুর্নামেন্টে ভারতীয় ক্লাবগুলিকে খেলতে দিতে ফিফা এবং এএফসি-কে অনুরোধ জানিয়েছে ক্রীড়া মন্ত্রক

Posted On: 19 AUG 2022 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৯  আগস্ট, ২০২২

 

ক্রীড়াবিদদের অগ্রাধিকারের দিকে তাকিয়ে যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রক ভারতীয় ক্লাবগুলি যেমন শ্রী গোকুলম কেরালা এফসি এবং এটিকে মোহন বাগানকে টুনার্মেন্টের নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী খেলতে দেওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা এবং এশীয় ফুটবল ফেডারেশন এএফসি-কে অনুরোধ জানিয়েছে।

এআইএফএফ-কে সাসপেন্ড করার ফিফার ঘোষণার আগেই শ্রী গোকুলম কেরালা এফসি  আগামী ২৩ আগস্ট ইরানের একটি টিমের সঙ্গে খেলতে এবং আয়োজক দেশের একটির সঙ্গে ২৬ আগস্ট উজবেকিস্তানের শহর কারসিতে খেলতে উজবেকিস্তানে পৌঁছে গেছে। এদিকে এটিকে মোহন বাগানের বাহরিন-এ আগামী ৭ সেপ্টেম্বর ২০২২এর এফসি কাপে ইন্টার জোন সেমিফাইনালে খেলার কথা রয়েছে।

ফিফা এবং এএফসি-কে মেল করে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে এআইএফএফ-কে ফিফা সাসপেন্ড করার আগেই শ্রী গোকুলম কেরালা এফসি উজবেকিস্তান চলে গেছে। তরুণ খেলোয়াড়দের স্বার্থের দিকে তাকিয়ে এএফসি মহিলা ক্লাব প্রতিযোগিতা (পশ্চিম এলাকা) টিমটিকে খেলতে দেওয়ার জন্য ফিফা এবং এএফসি-কে অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসকেও ওই টিমকে সবরকম ভাবে সাহায্য করার জন্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। গোকুলম টিম ম্যানেজমেন্টের সঙ্গেও মন্ত্রক সব সময় যোগাযোগ রেখে চলেছে।

 

PG/AB/NS


(Release ID: 1853178) Visitor Counter : 167