কেন্দ্রীয়মন্ত্রিসভা

আতিথেয়তা ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির জন্য ইসিএলজিএস-এর সীমা বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 17 AUG 2022 3:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ আগস্ট ২০২২

ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস)-এর সীমা ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা থেকে ৫ লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ ইসিএলজিএস-এর সীমা আরও ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। তবে শুধুমাত্র আতিথেয়তা ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রেই এই অতিরিক্ত অর্থ কাজে লাগানো যাবে। আতিথেয়তা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির কাজ কোভিড-১৯ অতিমারীজনিত পরিস্থিতিতে বিশেষভাবে ব্যহত হচ্ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ইসিএলজিএস হল সরকারের একটি নিরবচ্ছিন্ন প্রকল্প। এটির মেয়াদ আগামী ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত। গত ৫ আগস্ট, ২০২২ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ঋণ সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা।

PG/SKD/DM



(Release ID: 1852596) Visitor Counter : 159