আইনওবিচারমন্ত্রক

বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯-তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন

Posted On: 10 AUG 2022 5:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০  আগস্ট, ২০২২

 

বিচারপতি উদয় উমেশ ললিত দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ বিচারপতি ললিতকে ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। ২৭ আগস্ট শ্রী ললিত শপথ গ্রহণ করবেন।

২০১৪ সালের আগস্টে বার থেকে সরাসরি শ্রী ললিত সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দেশের ত্রয়োদশ প্রধান বিচারপতি শ্রী এস এম সিক্রির পর বিচারপতি ললিত হলেন দ্বিতীয় বিচারপতি যিনি বার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হয়েছেন।

১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রের শোলাপুরে বিচারপতি ললিত জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সাল পর্যন্ত বম্বে হাইকোর্টে আইনজীবি হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে দিল্লিতে চলে আসেন। যমুনা নদীর দূষণ, যান-বাহনের কারনে দূষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় তিনি দিয়েছেন।

 

PG/ CB/NS



(Release ID: 1850588) Visitor Counter : 205