ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ আমাজনের বিরুদ্ধে ঘরোয়া প্রেসার কুকার বিক্রির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের জন্য নির্দেশনামা জারি করেছে

Posted On: 04 AUG 2022 4:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪  আগস্ট, ২০২২

কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ আইএসআই ছাপ ছাড়া প্রেসার কুকার বিক্রির জন্য আমাজন সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। আমাজন কর্তৃপক্ষ এই অভিযোগ স্বীকার করে নিয়েছে। তারা বলেছে, নির্দিষ্ট মান্যতা নেই এমন ২ হাজার ২৬৫টি প্রেসার কুকার বিক্রি করা হয়েছিল। আমাজন স্বীকার করেছে যে তারা এ ধরণের প্রেসার কুকার বিক্রির জন্য কমিশন পেয়েছে। সিসিপিএ ওই কোম্পানীকে প্রেসার কুকার বিক্রির নিয়ম লঙ্ঘনের জন্য ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। সিসিপিএ মুখ্য কমিশনার নিধি খারে সম্প্রতি তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে আইএসআই মান্যতা নেই এমন ঘরোয়া প্রেসার কুকার বিক্রির জন্য আমাজন কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের জন্য নির্দেশনামা জারি করে।

সিসিপিএ অবিরাম দেশে গ্রাহক সুরক্ষার বিষয়টি নজরদারিতে রেখেছে। সম্প্রতি আর্য়ুবেদিক, সিদ্ধা এবং ইউনানি ওষুধ বিক্রির ক্ষেত্রে সব ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলেই এ ধরণের ওষুধ বিক্রি করা যাবে।

সম্প্রতি সিসিপিএ বিভ্রান্ত সৃষ্টিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে। কমিশন গ্রাহকদের সতর্ক করে দিয়ে আইএসআই চিহ্ন নেই এমন সামগ্রি কেনার বিষয়ে নির্দেশিকাও জারি করেছে। এই বিষয়ে প্রথম নোটিশ জারি করা হয়েছে। হেলমেট, প্রেসার কুকার ও রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে আইএসআই ছাপ থাকা বাধ্যতামূলক।

PG/PM/NS


(Release ID: 1848454) Visitor Counter : 180