প্রতিরক্ষামন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        আটলান্টিক মহাসাগরে ভারত ও ফরাসী নৌ-বাহিনীর মহড়া
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 AUG 2022 11:55AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২২
 
ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএন তরকশ উত্তর আটলান্টিক মহাসাগরে ২৯ ও ৩০ জুলাই ফরাসী নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। ফরাসী নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ এফএনএস সোমমে’র সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়া ছাড়াও ফ্যালকন-৫০ যুদ্ধ বিমান মহড়ায় অংশ নেয়। সমুদ্রপথে নজরদারি সংক্রান্ত মহড়ার পাশাপাশি, ভূমি ও আকাশপথে মহড়ার মাধ্যমে দুই নৌ-বাহিনীর উৎকর্ষ প্রতিফলিত হয়েছে।  
 
PG/CB/SB
                
                
                
                
                
                (Release ID: 1846987)
                Visitor Counter : 217