তথ্যওসম্প্রচারমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর বলেছেন ভুল ধারণা তৈরি হলে সংবাদমাধ্যমের আত্মসমীক্ষা প্রয়োজন
আকাশবাণী ভবনে জাতীয় সম্প্রচার দিবস অনুষ্ঠানের সূচনা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ঠাকুরের
Posted On:
23 JUL 2022 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২২
‘আকাশবাণী’ – এই শব্দটির সঙ্গে প্রত্যেক ভারতীয় বিশেষভাবে পরিচিত, কিন্তু “আজকে আপনারা শুনছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে।” জাতীয় সম্প্রচার দিবসের অনুষ্ঠানে আকাশবাণী ভবনের রঙ ভবন অডিটোরিয়ামে এভাবেই তাঁর বক্তব্য শুরু করলেন শ্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ১৯২৭ সাল থেকে আকাশবাণীর দীর্ঘ ঐতিহাসিক যাত্রা অব্যাহত।
টেলিভিশন ও ইন্টারনেটের যুগে যখন রেডিও তার জায়গা হারাবে বলে অনেকে মনে করছিলেন, তখনও রেডিও নিজের শ্রোতাদের কাছে সমানভাবেই গুরুত্বপূর্ণ হয়ে আজও যাত্রা অব্যাহত রেখেছে – বললেন শ্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, এখন মানুষ যখন নিরপেক্ষ সংবাদ শুনতে চান, তখন স্বাভাবিকভাবেই আকাশবাণী বা দূরদর্শনের সংবাদ চালান। দেশের প্রায় ৯২ শতাংশ এলাকাতেই আকাশবাণীর সম্প্রচার শোনা যায়।
আকাশবাণীর গুরুত্বের কথা তুলে ধরে শ্রী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজে রেডিও-তে তাঁর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোথাও কোনও ভুল বার্তা পৌঁছলে সে বিষয়ে সংবাদমাধ্যমে আত্মসমীক্ষার প্রয়োজন। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনে আকাশবাণী ও দূরদর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০০ জন অনামী স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে দেশবাসীর পরিচয় করিয়েছে আকাশবাণী ও দূরদর্শন।
দূরদর্শনের নতুন ধারাবাহিক – ‘বেটি দেশ কী’, ‘জয় ভারতী’, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ এবং ‘স্টার্ট-আপ চ্যাম্পিয়ন ২.০’-র প্রোমো প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশকে স্বাধীন করতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্বপূর্ণ ভূমিকা যেভাবে আকাশবাণী তুলে ধরেছে, তার প্রশংসা করেন ডঃ মুরুগান।
প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী মায়াঙ্ক আগরওয়ালও অনুষ্ঠানে রেডিও ও দূরদর্শনের গুরুত্ব তুলে ধরেন।
আকাশবাণীর মহানির্দেশক শ্রী এন ভেনুধর রেড্ডি সহ প্রসার ভারতী, দূরদর্শন ও আকাশবাণীর বিভিন্ন পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
PG/PM/DM/
(Release ID: 1844371)