প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

তরুণদের জন্য বাধ্যতামূলক সেনা চাকরি

Posted On: 22 JUL 2022 1:33PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২২ জুলাই, ২০২২

সরকার সেনাবাহিনীতে তরুণদের বাধ্যতামূলক চাকরির জন্য কোনো প্রকল্প তৈরি করেনি। অগ্নিপথ প্রকল্প কার্যকর করার বিষয়ে সৈনিক স্কুলের কোনো ভূমিকা নেই। সরকার অসরকারি ও বেসরকারি স্কুল এবং রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বে ১০০টি নতুন স্কুল খোলার বিষয়ে মঞ্জুরি দিয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই প্রকল্পটি রয়েছে।

সেনাবাহিনী নিয়োগের জন্য যে র‌্যালিগুলির আয়োজন করছে দেশের সব জেলা এমনকি আদিবাসী এলাকাও যাতে এর অন্তর্ভুক্ত হয় সে কথা মাথায় রেখে স্থান নির্বাচন করা হচ্ছে।

লোকসভায় আজ শ্রী অরুণ কুমার সাগর ও অন্যদের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।

PG/ PM/NS


(Release ID: 1843922)