স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রত্যেকের বাড়িতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ সময়কালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করে তুলতে দেশবাসীর উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-এর আহ্বান

Posted On: 22 JUL 2022 12:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২২

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রত্যেকের বাড়িতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ সময়কালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

বেশ কয়েকটি ট্যুইট বার্তায় শ্রী শাহ বলেছেন –

“আমাদের জাতীয় পতাকা প্রত্যেক ভারতবাসীকে যেমন ঐক্যবদ্ধ করেছে, একইভাবে দেশের প্রতি তাঁদের আত্মত্যাগের মানসিকতাকেও শক্তিশালী করে তুলেছে। ১৯৪৭ সালের ২২ জুলাই ত্রিবর্ণ রঞ্জিত বর্তমান পতাকাটিকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেছেন, “ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের অঙ্গ হিসেবে প্রায় দেশজুড়ে ২০ কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর মধ্য দিয়ে দেশবাসীর বিশেষত, যুব সম্প্রদায়ের মধ্যে দেশপ্রেমের ভাবনা শক্তিশালী হবে।”

শ্রী শাহ আরও বলেছেন, “আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি ১৩ থেকে ১৫ আগস্ট আপনারা আপনাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে এই অভিযানে সামিল হোন। এর মধ্য দিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার প্রতি যুব সম্প্রদায়ের শ্রদ্ধা এবং ভালোবাসাকে আমরা আরও শক্তিশালী করতে সক্ষম হব। স্বাধীনতা সংগ্রামের সময় সাহসী বিপ্লবীদের আত্মত্যাগের বিষয়েও তাঁরা অবহিত হবেন। https://harghartiranga.com”

PG/CB/DM


(Release ID: 1843779) Visitor Counter : 387