মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

পৃথিবীর কক্ষপথের নিম্নাঞ্চলে মানব বহনক্ষম উড়ান তৈরির জন্য দেশীয় প্রযুক্তির ব্যবহারের উদ্যোগের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং

Posted On: 21 JUL 2022 12:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১  জুলাই, ২০২২

বিজ্ঞান ও প্রযুক্তির এবং ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, পারমানবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং জানিয়েছেন ইসরো পৃথিবীর কক্ষপথে বসুন্ধরার নিকবর্তী অংশে মানব বহনক্ষম উড়ান তৈরির জন্য দেশীয় প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে ডাঃ সিং জানান, মহাকাশ পর্যটনে বেসরকারী সংস্থাগুলির অংশগ্রহণকে উৎসাহিত করতে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার বা ইন-স্পেস সক্রিয় হয়েছে। মহাকাশ দপ্তরের এক জানলা ব্যবস্থাপনা ইন-স্পেস তরুণ শিল্পোদ্যোগী, মহাকাশ বিজ্ঞানে উৎসাহী ছাত্রছাত্রী সহ মহাকাশ ক্ষেত্রে যেসব বেসরকারী সংস্থা সক্রিয় রয়েছে তাদের উৎসাহিত করছে। এর জন্য ইসরোর বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবনকে বেসরকারী সংস্থাগুলির মধ্যে ভাগ করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আর এক প্রশ্নের জবাবে ডাঃ সিং জানান, ভারতীয় মহাকাশ শিল্পে বেসরকারী সংস্থার অংশগ্রহণের জন্য মহাকাশ দপ্তর একটি সর্বাঙ্গীন, সুসংহত নীতির খসড়া তৈরি করছে।

PG/CB/NS


(Release ID: 1843494) Visitor Counter : 175