আয়ুষ

কোভিড-১৯ পরিস্থিতির মোকাবিলায় চিরাচরিত পদ্ধতিতে চিকিৎসা সম্পর্কিত তথ্য পেশ করলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী

Posted On: 19 JUL 2022 2:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২২

 

কোভিড-১৯-এর মোকাবিলায় এমন কোনও ওষুধ উদ্ভাবিত হয়নি যা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা কিংবা ভ্যাক্সিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তবে, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর), কেন্দ্রীয় জীব প্রযুক্তি দপ্তর, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর), এইমস এবং আয়ুষ প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের নিয়ে সরকার আয়ুষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত একটি টাস্ক ফোর্স গঠন করেছে। অশ্বগন্ধা, যষ্ঠীমধু, গুরুচি এবং পিপ্পলির সাহায্যে কোভিড-১৯-এর প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব কিনা সে সম্পর্কে সমীক্ষা ও গবেষণার কাজই ছিল টাস্ক ফোর্সের মূল লক্ষ্য। ঐ চারটি ভেষজের সাহায্যে আয়ুষ-৬৪ উদ্ভাবিত হয়।   

মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

শ্রী সোনোয়াল জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য বারে বারে হাত ধোয়া, মাস্কের যথাযথ ব্যবহার এবং ঘরোয়া পদ্ধতির আশ্রয় নেওয়ারও পরামর্শ দেয় আয়ুষ মন্ত্রক। সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আয়ুষ পদ্ধতিতে সুস্থ থাকার উপায় সম্পর্কে মতামত ও পরামর্শ চেয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের কাছে চিঠিও পাঠানো হয়। এছাড়া, কোভিড-১৯ অতিমারীর কার্যকর মোকাবিলায় ব্যাপক আয়ুষ পরিকাঠামো গড়ে তোলার জন্য চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের কাছে। অতিরিক্ত পদক্ষেপ হিসেবে আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি এবং হোমিওপ্যাথি পঠনপাঠন ও চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সবক’টি কলেজ ও হাসপাতালের কাছে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং তা আরও জোরদার করে তোলার জন্য একটি জরুরি চিঠি পাঠানো হয়। একটি ওয়েবিনারের মাধ্যমে ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আয়ুষের ভূমিকা’র ওপর তিন মাসের একটি বিশেষ অভিযানও চালানো হয় মন্ত্রকের পক্ষ থেকে। এই ওয়েবিনারে অংশ নেয় ৫০ হাজারেরও বেশি নাগরিক।

কেন্দ্রীয় মন্ত্রী জানান যে আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক যুক্তভাবে ৩৩ হাজার আয়ুষ কর্মীর প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। কোভিড-১৯-এর মোকাবিলায় আয়ুষ কর্মীদের কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলে আয়ুষ মন্ত্রক। এছাড়াও, তাঁর মন্ত্রকের পক্ষ থেকে ‘আয়ুষ সঞ্জীবনী মোবাইল অ্যাপ’ও উদ্ভাবন করা হয় বলে জানান শ্রী সোনোয়াল।

শ্রী সোনোয়াল তাঁর লিখিত জবাবে আরও জানান যে সার্বিকভাবে সুস্থ থাকার জন্য আয়ুষ সম্পর্কিত বেশ কিছু পরামর্শ দেওয়া হয় সাধারণ নাগরিকদের জন্য। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত চিকিৎসকদের জন্য একটি রূপরেখাও তৈরি করা হয়।

 

PG/SKD/DM/



(Release ID: 1843169) Visitor Counter : 111