কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং বলেছেন, পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের গুরুত্বপূর্ণ বার্তা বাহক
Posted On:
09 JUL 2022 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২২
কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার জীতেন্দ্র সিং পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের গুরুত্বপূর্ণ বার্তা বাহক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা সমাজের প্রান্তিক মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারেন। গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফল যাতে সুবিধাভোগীদের কাছে পৌঁছায় তারা তা নিশ্চিত করতে পারেন। তিনি বলেছেন, দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে সমাজের প্রতিটি মানুষ যাতে দরিদ্রদের জন্য উন্নয়নমুখী প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন তার জন্য সকলকে সচেতন করে তুলতে হবে।
ডাঃ সিং গুজরাটের ভারুচে প্রধানমন্ত্রীর উৎকর্ষ সমারোহে প্রদত্ত ভাষণটির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাঁর সেই ভাষণে বলেন, ২০১৪ সালে দেশে প্রায় অর্ধেক মানুষ শৌচাগার, টিকাকরণের সুবিধা, বিদ্যুৎ সংযোগ ও ব্যাঙ্কের অ্যাকাউন্টের সুবিধা পাওয়ার থেকে বঞ্চিত ছিলেন। ৮ বছর পরে কেন্দ্র বিভিন্ন প্রকল্পের সুফল যাতে সকল যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করেছে। পিএম আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, পিএম কিষাণ নিধি, স্বচ্ছতা যোজনা ইত্যাদির মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছায় পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে তা নিশ্চিত করতে হবে।
নতুন দিল্লিতে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক্তার সিংও পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের, জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার পরামর্শ দেন যাতে সরকারের প্রকল্পগুলির সুফল সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে পৌঁছায়।
PG/CB/NS
(Release ID: 1840538)
Visitor Counter : 139