প্রতিরক্ষামন্ত্রক

হাই স্পীড এক্সপেনডেবল এরিয়াল টার্গেট (অভ্যাস)-এর ওড়িশা উপকূল থেকে সফল পরীক্ষামূলক উড়ান

Posted On: 29 JUN 2022 2:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯  জুন, ২০২২

ওড়িশা উপকূলের চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ‘অভ্যাস’ বিমানের পরীক্ষামূলক উড়ান সাফল্যমন্ডিত হয়েছে। পরীক্ষার সময় বিমানের গতিময়তা সহ কম উচ্চতায় উড়ানের সক্ষমতাও যাচাই করে দেখা হয়। পূর্ব নির্ধারিত কম উচ্চতা বিশিষ্ট সুনির্দিষ্ট পথে একটি ভূনিয়ন্ত্রিত উপায়ের মাধ্যমে বিমানটি ওড়ানো হয়। বিমান উড়ানোর সময় নজরদারির কাজে র‌্যাডার ও ইলেকট্রো-অপটিক্যাল টার্গেটিং ব্যবস্থা কাজে লাগানো হয়।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ‘অভ্যাস’ বিমানটির নকশা প্রণয়ন ও উদ্ভাবন করেছে। উচ্চমাত্রার  শব্দেতর গতি অক্ষুন্ন রাখতে এই বিমানে একটি ছোট মাপের গ্যাস টার্বাইন ইঞ্জিন রয়েছে। এমনকি বিমানটিতে মাইক্রো ইলেক্ট্রোমেকানিক্যাল সিস্টেম ভিত্তিক দিক নির্দেশক ব্যবস্থা রয়েছে। বিমানটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম।

‘অভ্যাস’ বিমানের সফল পরীক্ষামূলক উড়ানের জন্য প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও এবং সশস্ত্র বাহিনীগুলিকে অভিনন্দন জানিয়েছেন। এই বিমানের নকশা প্রণয়ন থেকে উদ্ভাবনের কাজে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়াসের প্রশংসা করেছেন ডিআরডিও-র চেয়ারম্যান তথা প্রতিরক্ষা গবেষনা ও উন্নয়ন দপ্তরের সচিব ডঃ জি সতীশ রেড্ডি।

PG/BD/NS



(Release ID: 1838034) Visitor Counter : 186