কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত স্বাক্ষরিত মউটি অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে

Posted On: 29 JUN 2022 3:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুন, ২০২২

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং সিঙ্গাপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতার প্রসার সম্পর্কিত স্বাক্ষরিত একটি মউ সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। মউটি স্বাক্ষরিত হয় এ বছর ফেব্রুয়ারি মাসে। স্বাক্ষরিত মউ-এর আওতায় প্রযুক্তি উদ্ভাবন, কর্মী প্রশিক্ষণ এবং ইন্টারনেট প্রোটোকলের ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে। এজন্য গড়ে তোলা হবে একটি অনুকূল কর্মপদ্ধতি তথা পরিবেশ।

উল্লেখ্য, এই সহযোগিতা কর্মসূচির আওতায় প্রযুক্তির ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান ও উদ্ভাবনের সুবাদে সরকারের আত্মনির্ভর কর্মসূচিটির বাস্তবায়ন ত্বরান্বিত হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে ভারত ও সিঙ্গাপুরের অভিন্ন স্বার্থের দিকে নজর রেখে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সহযোগিতার ক্ষেত্রগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। দু’দেশের কৃষি, খাদ্য-বিজ্ঞান ও প্রযুক্তি, উৎপাদন ও ইঞ্জিনিয়ারিং, পরিবেশ-বান্ধব অর্থনীতি, জল ও জ্বালানি শক্তি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ডেটা সায়েন্স, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও প্রসারের ফলে বিশেষভাবে উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার আজকের বৈঠকটি।


PG/SKD/DM


(Release ID: 1837998) Visitor Counter : 150