শিল্পওবাণিজ্যমন্ত্রক

নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ-এর ২০-তম বৈঠক

Posted On: 09 JUN 2022 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জুন, ২০২২

 

নতুন দিল্লির উদ্যোগ ভবনে ৮ই জুন, ২০২২-এ নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ এনপিজি,র ২০-তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লজিস্টিক ডিভিশন, ডিপি আইআইটির বিশেষ সচিব শ্রী অমৃত লাল মীনা। বিভিন্ন মন্ত্রক ও বিভাগ এবং নীতি আয়োগের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী গতিশক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

টেলিযোগাযোগ বিভাগের সাম্প্রতিক চালু হওয়া গতি শক্তির সঞ্চার পোর্টালটির প্রশংসা করে বৈঠকে বলা হয়েছে, ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এই পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি যাতে জাতীয় মাস্টারপ্ল্যান হিসেবে গণ্য হয় সে সম্পর্কে আলোকপাত করা হয়।

মাল্টি মোডাল পরিকাঠামোর দিকে নজর দিয়ে রেল মন্ত্রক খুব শীঘ্রই একশটি কার্গো টার্মিনাল তৈরি করবে যা সড়ক এবং বন্দর গুলির সঙ্গে সহজে সংযোগ রক্ষা করবে।

এদিনের বৈঠকে বিশেষ সচিব আন্তঃমন্ত্রক পরিকল্পনা এবং সমন্বয়কে একীভূত করার লক্ষ্যে জাতীয় মাস্টারপ্ল্যান পোর্টাল যে ভূমিকা পালন করে তাও উল্লেখ করেন। এই পোর্টালটিতে নিয়মিতভাবে প্রকল্পগুলি আপডেট করার জন্য অনুরোধ করা হয়।

নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপের মাধ্যমে আটটি মন্ত্রক ও বিভাগ সমন্বিত পরিকল্পনা গুলি কিভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে।

 

CG/SB



(Release ID: 1832812) Visitor Counter : 124