আয়ুষ

আয়ুষ ইনস্টিটিউট এনএবিএল- এর স্বীকৃতি পেয়েছে

এনএআরআইপি, সিসিআরএএস-এর মাধ্যমে আয়ুষের স্বাস্থ্য সেবা প্রচেষ্টায় একটি বড় সাফল্য

Posted On: 08 JUN 2022 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জুন, ২০২২
 
কেরালার চেরুথুরুথির ন্যাশনাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ফর পঞ্চকর্ম'র বায়োকেমিস্ট্রি এবং প্যাথলজি বিভাগ ক্লিনিক্যাল ল্যাবরেটরি পরিষেবার জন্য ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ, এনএবিএল, এম(এল)টি'র স্বীকৃতি লাভ করেছে।
ন্যাশনাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ফর পঞ্চকর্ম হচ্ছে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের একটি প্রাচীন গবেষণা কেন্দ্র। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সাইন্সেস- এর অধীনে এই কেন্দ্রটি ভারতের একমাত্র আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র যেটি এনএবিল-এর স্বীকৃতি লাভ করেছে।
গত ৭ জুন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের মহানির্দেশক অধ্যাপক রবি নারায়ণ আচার্য এনএবিল স্বীকৃত এই ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ন্যাশনাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ফর পঞ্চকর্ম-র অধিকর্তা ডক্টর ডি সুধাকর।
উল্লেখ্য এই কেন্দ্রে প্রতিবছর ৮০ হাজারেরও বেশি ব্যক্তি চিকিৎসার সুযোগ গ্রহণ করেন। এখানকার আধুনিক মানের  ল্যাবরেটরিতে স্বয়ংক্রিয় বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার থেকে শুরু করে, হেমাটোলজি অ্যানালাইজার, এলাইজা সিস্টেম সবই রয়েছে।
 
 
CG/ SB


(Release ID: 1832471) Visitor Counter : 115