বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

সবুজ শক্তির মুক্ত ব্যবহারের মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তির বিষয়ে উৎসাহদানের জন্য আরও একটি সংস্কারসাধন করা হয়েছে

Posted On: 07 JUN 2022 4:36PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৭ জুন,  ২০২২
 
সকলের জন্য সাশ্রয়ী মূল্যে, নির্ভরযোগ্য, সুস্থায়ী এবং সবুজ শক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রগুলিকে আরও ত্বরান্বিত করতে সোমবার(৬-ই জুন) গ্রীণ ওপেন অ্যাক্সেস বিধি ২০২২-এর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । বর্জ্য-শক্তি প্ল্যান্ট থেকে শক্তি সহ সবুজ শক্তির উৎপাদন, ক্রয় এবং ব্যবহারের বিষয়ে প্রচারের জন্য এই নিয়মগুলির বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে । বিজ্ঞাপিত বিধিগুলি সবুজ শক্তি উন্মুক্ত ব্যবহারের জন্য সরল পদ্ধতি চালু করতে সাহায্য করবে । পাশাপাশি এই নতুন নিয়মে বাণিজ্যিক ও শিল্প সংস্থাগুলিকে স্বেচ্ছায় সবুজ শক্তি কেনার অনুমতি দেওয়া হয়েছে । 
 
যাতে ক্ষুদ্র উপভোক্তারাও উন্মুক্ত সুযোগের মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ কিনতে পারেন, তাই সবুজ শক্তির মুক্ত ব্যবহারের ক্ষেত্রে যেকোন উপভোক্তার জন্য অনুমোদিত এবং মুক্ত ব্যবহারের লেনদেনের সীমা সবুজ শক্তির জন্য ১ মেগাওয়াট থেকে ১০০ কিলো ওয়াটে কমিয়ে আনা হয়েছে । এই নতুন নিয়মে সবুজ শক্তির মুক্ত ব্যবহারকারীদের ওপর ধার্য করা অতিরিক্ত মাশুল কমাতে সাহায্য করবে । এই বিধি পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য বিশেষ সুবিধা করে দেবে । 
 
CG/SS/RAB

(Release ID: 1832050) Visitor Counter : 277