জাহাজচলাচলমন্ত্রক
সরকারের ৮ বছরে ডিডি নিউজ সম্মেলন
Posted On:
07 JUN 2022 2:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় সরকার ৮ বছর পূর্ণ করেছে । এই উপলক্ষ্যে ডিডি নিউজ ৩-১১ জুন পর্যন্ত ‘মোদী সরকারের ৮ বছর : কতটা স্বপ্ন পূরণ হয়েছে’-শীর্ষক বিষয়ের ওপর এক সম্মেলনের আয়োজন করেছে । এই সম্মেলনের দ্বিতীয় দিনে চৌঠা জুন কেন্দ্রীয় জাহাজ, বন্দর ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল অংশ নেন ।
সাক্ষাৎকারের সময় কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি আয়ুষ ক্ষেত্রকে শুধু ভারতেই নয়, বিদেশের মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জনে সাহায্য করেছে । জামনগরে ডব্লুইএইচও গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন প্রতিষ্ঠার মাধ্যমে ভারত পরম্পরাগত ওষুধের বিকাশের জন্য বিশ্বকে নেতৃত্ব দিয়েছে । তিনি বলেন, ভারত সর্বদা যোগচর্চার ‘বিশ্বগুরু’ হয়েছে । ২৫ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের পরিকল্পনা চলছে বলেও তিনি মন্তব্য করেন । জাহাজ ও জলপথ ক্ষেত্রে বন্দরের আধুনিকীকরণ এবং পিএম গতিশক্তির কথাও উল্লেখ করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার উত্তর-পূর্ব রাজ্যগুলিকে এতদিন অবহেলার চোখে দেখেছিল । কিন্তু বর্তমান সরকার উত্তর-পূর্বের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ । তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী শক্তি উত্তর-পূর্বে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও তা সফল হবেনা ।
CG/SS/RAB
(Release ID: 1832036)
Visitor Counter : 153