স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৩ কোটি ৮৩ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৪২ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২১ হাজার ১৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৩ শতাংশ

Posted On: 03 JUN 2022 9:17AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ জুন, ২০২২


ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৩ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার ৩৬৫ ছাড়িয়েছে। ১২-১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬-ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েদের ৩ কোটি ৪২ লক্ষ ২৭ হাজার ৮৫৩টি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয় গত ১০-ই এপ্রিল থেকে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ-

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৭,১৭৬

দ্বিতীয় ডোজ

,০০,৪২,০১৫

প্রিকশন ডোজ

৫২,৬৮,৪৬৫

অগ্রভাগে থাকা স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,৮৪,১৯,৫৪৯

দ্বিতীয় ডোজ

,৭৫,৮৭,৬১৫

প্রিকশন ডোজ

৮৮,৪১,৪৬১

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,৪২,২৭,৮৫৩

দ্বিতীয় ডোজ

,৭১,৫৭,১৩৭

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৯৫,৫১,৯১৫

দ্বিতীয় ডোজ

,৬০,১৯,৮১৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৭২,৬১,৬৯৫

দ্বিতীয় ডোজ

৪৯,১০,৬২,১৬৯

প্রিকশন ডোজ

,৭৫,৩৬১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,৩২,৭০,৬৩২

দ্বিতীয় ডোজ

১৯,১০,৮১,৬১৯

প্রিকশন ডোজ

১৪,৭১,২৯৭

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৭১,০৫,২৯৪

দ্বিতীয় ডোজ

১১,৯১,৯৩,৩৪৯

প্রিকশন ডোজ

,৯৪,২৭,৯৪২

প্রিকশন ডোজ

,৫৯,৮৪,৫৩৩

মোট

,৯৩,৮৩,৭২,৩৬৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২১ হাজার ১৭৭ যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। এরফলে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৭৫৭।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২৫ হাজার ৩৭৯টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৫ কোটি ১৭ লক্ষ ৬৩ হাজার ৯৭৪।

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৭৩ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৯৫ শতাংশ।

 

CG/SS/NS


(Release ID: 1830779) Visitor Counter : 171