ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতা বৃদ্ধির জন্য “উত্তর – পূর্বাঞ্চল এবং সিকিমে এমএসএমই –র প্রচার” শীর্ষক কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে নতুন নির্দেশিকা

Posted On: 02 JUN 2022 4:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২২

 

কেন্দ্রীয় সরকার “উত্তর – পূর্বাঞ্চল এবং সিকিমে এমএসএমই –র প্রচার” শীর্ষক কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে নতুন নির্দেশিকা অনুমোদন করেছে। এই প্রকল্প পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে বাস্তবায়িত হবে। উত্তর – পূর্বাঞ্চল এবং সিকিমে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ক্ষেত্রের  দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা দানের পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পে।

বর্তমানে ছোট প্রযুক্তি কেন্দ্রের আধুনিকীকরণ এবং নতুন করে তৈরির জন্য রাজ্য সরকারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। উত্তর – পূর্বাঞ্চল ও সিকিমে পাওয়া যায় এমন ধরণের ফল, মশলা, কৃষি ও বনজ সামগ্রী, রেশম চাষ এবং বাঁশ ইত্যাদির মতো প্রাকৃতিক সম্পদের উৎপাদন, পরীক্ষা, প্যাকেটজাত করা, গবেষণা ও উন্নয়ন এবং এই ধরণের প্রক্রিয়ার উদ্ভাবন ও প্রশিক্ষণের সুবিধার্থে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে।এখানে  কেন্দ্রীয় সরকার মোট প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ আর্থিক সহায়তা দেবে। 

পাশাপাশি বর্তমান নতুন শিল্পাঞ্চল / ফ্ল্যাটেট ফ্যাক্টরি কমপ্লেক্সের উন্নতি সাধন এবং তৈরির জন্য কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দেবে। এক্ষেত্রেও মোট খরচের ৯০ শতাংশ সাহায্য মিলবে। পর্যটন ক্ষেত্রের বিকাশে সাহায্য করা হবে। সাধারণ পরিষেবা যেমন রান্না ঘর, বেকারী, লন্ড্রি ও ড্রাইক্লিনিং, হিমঘর, তথ্য প্রযুক্তি পরিকাঠামো, পানীয় জল, স্থানীয় পণ্যের জন্য প্রদর্শনী কেন্দ্র,সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য পরিকাঠামো তৈরি ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করা হবে। তবে, এই সবগুলির ক্ষেত্রে স্থানীয় এমএসএমই-কে যুক্ত থাকতে হবে। এক্ষেত্রেও খরচের ৯০ শতাংশ পর্যন্ত সাহায্য মিলবে।

এই প্রকল্পের নতুন নির্দেশিকার বিষয়ে তথ্য জানতে www.dcmsme.gov.in  এই লিঙ্কে ক্লিক করুন। 

 

CG/SS/SFS


(Release ID: 1830735) Visitor Counter : 160