বস্ত্রমন্ত্রক

তুলো সরবরাহে বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর সঙ্গে যুক্ত সমস্যার নিরসনের লক্ষ্যে শ্রী পীযূষ গোয়েল নবগঠিত বস্ত্র পরামর্শদাতা গোষ্ঠীর সঙ্গে মুম্বাইয়ে বৈঠক করেছেন

Posted On: 30 MAY 2022 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মে, ২০২২

 

কেন্দ্রীয় বস্ত্র তথা বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল রবিবার মুম্বাইয়ে তুলো সরবরাহে বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর সঙ্গে যুক্ত সমস্যার নিরসনের লক্ষ্যে নবগঠিত বস্ত্র পরামর্শদাতা গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করেছেন। কেন্দ্রীয় বস্ত্র সচিব শ্রী উপেন্দ্র প্রসাদ সিং উপদেষ্টা গোষ্ঠীর সঙ্গে আলোচনার সূত্রপাত হয়। এই বৈঠকে বস্ত্র মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, গবেষণা ও উন্নয়ন বিভাগের আধিকারিক, ভারতীয় তুলো নিগমের শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞরা বস্ত্র মূল্য-শৃঙ্খলের বিভিন্ন দিক তুলে ধরেন। 

বৈঠকে পৌরোহিত্য করেন বস্ত্র পরামর্শদাতা গোষ্ঠীর চেয়ারম্যান তথা ভারতের কটন ম্যান হিসাবে পরিচিত শ্রী সুরেশ কোটাক। উল্লেখ করা যেতে পারে, নতুন দিল্লিতে গত ১৭ই মে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে এক বৈঠকে শ্রী গোয়েল এই গোষ্ঠী গঠনের নির্দেশ দিয়েছিলেন। শ্রী গোয়েল নতুন প্রজাতির বীজের যোগান নিশ্চিত করার উপর জোর দিয়ে ভারতীয় তুলোর উৎপাদনশীলতা বাড়াতে বীজ সরবরাহ ব্যবস্থায় সংস্কারের কথা বলেন। তিনি আরও বলেন, তুলোর যোগান বাড়াতে অন্যান্য দেশ থেকেও সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে। তুলো উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত কমিটির হিসাবে অনুযায়ী, দেশে তুলোর মজুত পরিমাণ ৪১.২৭ লক্ষ বেল, যা ৪৫ দিন খরচের জন্য পর্যাপ্ত। 

ইন্ডিয়ান সোসাইটি ফর কটন ইমপ্রুভমেন্ট সংস্থার সভাপতি শ্রী সি ডি মায়ী তুলোর সঙ্গে যুক্ত অর্থ ব্যবস্থার বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পিঙ্ক বোলওয়ার্মের আক্রমণ থেকে তুলো শস্যকে বাঁচাতে সর্বাধুনিক পিবি নট প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। 

শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, উৎপাদনশীলতার বিষয়গুলি সময়সীমার মধ্যে সমাধান করতে হবে এবং এজন্য শিল্প সংস্থাগুলিকেও স্বনিয়ন্ত্রণের পথে হাঁটতে হবে। তিনি বলেন, ঐ পিঙ্ক বোলওয়ার্ম আক্রমণ থেকে তুলো শস্যের সুরক্ষায় ভারতীয় তুলো নিগম, কটন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ভারতীয় বস্ত্র শিল্প মহাসংঘ এবং তুলো বস্ত্র রপ্তানি প্রসার পরিষদের সাহায্য নেওয়া যেতে পারে। সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে মূল্য-শৃঙ্খল ব্যবস্থায় নিখুঁত পরিসংখ্যান বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী গোয়েল বলেন, তুলো সংগঠনগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পোর্টাল তৈরি করা যেতে পারে। এই পোর্টালটি স্বনিয়ন্ত্রণের ভিত্তিতে কাজ করবে। চলতি মরশুমে গুণগতমানের তুলো বীজ নিয়েও বিশদে আলোচনা হয়। এ প্রসঙ্গে যুগ্মসচিব জানান, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুণগতমানের বীজের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা হচ্ছে। নিকৃষ্টমানের বীজের বিক্রি নিয়ন্ত্রণ করতে শ্রী গোয়েল তুলো চাষের এলাকাগুলিকে অভিযান গ্রহণ করার উপর জোর দেন। নবগঠিত বস্ত্র উপদেষ্টা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেন বস্ত্র কমিশনার এবং ভারতীয় তুলো নিগম। 

 

CG/BD/SB



(Release ID: 1829474) Visitor Counter : 94