মানবসম্পদবিকাশমন্ত্রক
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এইচ ই আই এবং টি ই আই-এর শিক্ষক শিক্ষা কার্যক্রমের স্বীকৃতির প্রক্রিয়াকে সহজতর করার জন্য একটি পোর্টাল চালু করেছে
এই পোর্টালে নতুন চালু হওয়া চার বছরের আইটিইপি প্রক্রিয়াও রাখা হবে
Posted On:
29 MAY 2022 3:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মে, ২০২২
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এইচ ই আই এবং টি ই আই- এর শিক্ষক শিক্ষা কার্যক্রমের স্বীকৃতির সম্পূর্ণ প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে পাঠক্রমের জন্য আবেদনের সময় থেকে স্বীকৃতি আদেশ জারি করা পর্যন্ত সমস্ত পর্যায় থাকবে। সম্প্রতি চালু হওয়া চার বছরের আইটিইপি আবেদনগুলির ক্ষেত্রেও এই পোর্টাল সক্রিয় থাকবে।
এই পোর্টালটি তৈরির উদ্দেশ্য স্বচ্ছতা বজায় রাখা।
আইটিইপি-র জন্য অনলাইন আবেদন গুলি ওয়েবসাইটের এডমিন লগ ইন- এর মাধ্যমে এনসিটি-র দ্বারা পরিচালিত হবে।
CG/ SB
(Release ID: 1829373)
Visitor Counter : 165