নারীওশিশুবিকাশমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন স্কিমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় সাহায্য করবেন

Posted On: 29 MAY 2022 12:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মে, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৩০শে মে সকাল ১০টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন স্কিম থেকে সুবিধাভোগীদের সাহায্য করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের বৃত্তি প্রদান করবেন। এছাড়াও, সুবিধাভোগীদের হাতে পিএম কেয়ার্স ফর চিল্ড্রেনের পাশ বই এবং আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার হেলথ কার্ড তুলে দেওয়া হবে।

সুবিধাভোগী শিশুরা, তাদের অভিভাবক-অভিভাবিকা এবং সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক এই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল পদ্ধতিতে যোগদান করবেন। সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মন্ত্রী, সাংসদ ও বিধায়করাও এখানে  অংশগ্রহণ করবেন।

২০২০-র ১১ই মার্চ থেকে এ বছরের ২৮শে ফেব্রুয়ারি সময়কালে কোভিড-১৯ মহামারীর কারণে যেসব শিশু তাদের মা-বাবা দু’জনকেই অথবা আইনী অভিভাবক বা দত্তক পিতা-মাতাকে হারিয়েছে, তাদের জন্য ২০২১ – এর ২৯শে মে শ্রী মোদী পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন স্কিম প্রকল্পটির সূচনা করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হ’ল – শিশুদের সর্বাঙ্গীন সুরক্ষার জন্য স্থিতিশীল কিছু ব্যবস্থা গ্রহণ করা , যেমন – তাদের শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা করা, ২৩ বছর না হওয়া পর্যন্ত ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া এবং সুস্থ থাকার জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা।

শিশুদের pmcaresforchildren.in – এ নাম নথিভুক্ত করতে হবে। এক জানালা ব্যবস্থার এই পোর্টালে শিশুদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার প্রয়োজনীয় অনুমোদন ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করা আছে।

 

CG/CB/SB



(Release ID: 1829239) Visitor Counter : 134