সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

২০২০-তে সড়ক দুর্ঘটনার সংখ্যায় লক্ষ্যণীয় হ্রাস, মোট দুর্ঘটনার সংখ্যা গড়ে ১৮.৪৬ শতাংশ কমেছে, দুর্ঘটনায় মৃতদের সংখ্যায় ১২.৮৪ শতাংশ হ্রাস

Posted On: 26 MAY 2022 12:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ মে,  ২০২২
 
২০২০-তে সড়ক দুর্ঘটনার সূচক ২০১৯-এর তুলনায় লক্ষ্যণীয় হ্রাস পেয়েছে। মোট দুর্ঘটনার সংখ্যা গড়ে প্রায় ১৮.৪৬ শতাংশ কমেছে। এমনকি, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও ১২.৮৪ শতাংশ হ্রাস পেয়েছে। একই ভাবে আহতদের সংখ্যাও ২২.৮৪ শতাংশ কমেছে। ২০২০ ক্যালেন্ডার বর্ষে দেশে ৩ লক্ষ ৬৬ হাজার ১৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুর্ঘটনায় ১ লক্ষ ৩১ হাজার ৭১৪ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ২৭৯ জন। 
 
ভারতে সড়ক দুর্ঘটনা- ২০২০ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ২০১৬ থেকেই সড়ক দুর্ঘটনার সংখ্যা লাগাতার কমে আসছে। তবে, ২০১৮-তে দুর্ঘটনার সংখ্যা ০.৪৬ শতাংশ বৃদ্ধি পায়। পরপর দু-বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। ২০২০-তেও একই প্রবণতা অব্যাহত ছিল। অন্যদিকে, ২০১৫ থেকে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সংখ্যা ক্রমশ কমছে। 
 
২০২০ সহ পূর্ববর্তী দুই বছরে মারাত্মক সড়ক দুর্ঘটনার সব থেকে বেশি হতাহত হয়েছেন অল্প বয়সী ব্যক্তিরা। বয়স অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রায় ৬৯ শতাংশ ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। অন্যদিকে, ১৮ থেকে ৬০ বছর বয়সী ৮৭.৪ শতাংশ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 
 
ভারতে সড়ক দুর্ঘটনা-২০২০ শীর্ষক প্রতিবেদনে আলোচ্য ক্যালেন্ডার বর্ষে সারা দেশে সড়ক দুর্ঘটনার বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এই সমস্ত তথ্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বিভাগের কাছ থেকে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের ট্রান্সপোর্ট রিসার্চ উইং সংগ্রহ করেছে। 
 
প্রতিবেদন অনুযায়ী মারাত্মক সড়ক দুর্ঘটনা, যেখানে অন্তত পক্ষে একজনের মৃত্যু হয়, এরকম ঘটনাও হ্রাস পেয়েছে। ২০২০-তে সারা দেশে ১ লক্ষ ২০ হাজার ৮০৬টি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা ২০১৯-এ দুর্ঘটনার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৬৮৯-এর তুলনায় ১২.২৩ শতাংশ কম। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২০-তে জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক এবং অন্যান্য সড়কে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ২০১৯-এর তুলনায় কমেছে। ২০২০-তে যে রাজ্যগুলিতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে, তারমধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটক। অন্যদিকে, ২০২০-তে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা লক্ষ্যণীয় ভাবে যেখানে হ্রাস পেয়েছে সেই রাজ্যগুলি হল - তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1828623) Visitor Counter : 379