স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ন্যাশনাল হেলথ অথরিটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পরিচালনার জন্য সংশোধিত এবিএইচএ মোবাইল অ্যাপ্লিকেশনটি চালু করার কথা ঘোষণা করেছে

Posted On: 24 MAY 2022 10:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মে, ২০২২

 

ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (এবিডিএম) জনকল্যাণমুখী প্রকল্পের আওতায় একটি সংশোধিত আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট (এবিএইচএ) মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার কথা ঘোষণা করেছে।  এবিএইচএ অ্যাপ, পূর্বে এনডিএইচএম হেলথ রেকর্ড অ্যাপ নামে পরিচিত ছিল। এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ইতিমধ্যেই এই অ্যাপটি  ৪ লক্ষেরও বেশি ডাউনলোড করা  হয়েছে। সংশোধিত এই এবিএইচএ অ্যাপে নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) এবং নতুন বিষয় যুক্ত করা রয়েছে। এর ফলে কোনো ব্যক্তি, যে কোনো সময় এবং যে কোনো জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাবেন।  বর্তমানে এবিএইচএ অ্যাপ ব্যবহারকারীরাও তাদের পূর্ববর্তী অ্যাপটিকে সর্বশেষ সংস্করণে উন্নত করতে পারেন।

এবিএইচএ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তির জন্য একটি এবিএইচএ অ্যাড্রেস (username@abdm) তৈরি করা হবে। এবিডিএম নেটওয়ার্কের মাধ্যমে একজন ব্যক্তির সম্মতির পরে অ্যাপ্লিকেশনটি স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল তথ্য যেমন ডায়াগনস্টিক রিপোর্ট, প্রেসক্রিপশন ও কোউইন টিকাকরণ শংসাপত্র ইত্যাদি ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে  এবিডিএম সম্মত স্বাস্থ্য লকারে শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিজে থেকেই আপলোড করার অনুমতি দেবে।

এ ছাড়াও, এবিএইচএ মোবাইল অ্যাপ্লিকেশনটিতে আরও নতুন বিষয় যুক্ত করা হয়েছে। প্রোফাইল সম্পাদনা এবং এবিএইচএ  অ্যাড্রেসের সঙ্গে এবিএইচএ নম্বর (১৪ সংখ্যার) আনলিঙ্ক করা যাবে। পাশাপাশি ফেস অথেনটিকেশন/ আঙ্গুলের ছাপ/ বায়োমেট্রিকের মাধ্যমে লগইন এবং দ্রুত নথিভুক্তকরণের জন্য এবিডিএম সম্মত সুবিধার কাউন্টারে QR কোড স্ক্যান করার বিষয় শীঘ্রই নিয়ে আসা হবে।

এবিএইচএ মোবাইল অ্যাপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) এর সিইও  ডাঃ আর এস শর্মা। তিনি বলেছেন, এবিএইচএ অ্যাপটি নাগরিকদের বিস্তৃত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তৈরিতে সাহায্য করবে। রোগীরা এবিএইচএ অ্যাড্রেসের সাহায্যে সেকেন্ডের মধ্যে তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এটি রোগীদের  একটি একক প্ল্যাটফর্মে স্বাস্থ্যের বিষয়ে তথ্য সংরক্ষণ করতে এবং তাদের হারিয়ে ফেলার  চিন্তা ছাড়াই যে কোনও সময়ে ও যে কোনও জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে সাহায্য করবে। এর ফলে আরও ভাল চিকিৎসার সুযোগ পাওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন।

এবিএইচএ মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে https://play.google.com/store/apps/details?id=in.ndhm.phr  এই লিঙ্কের সাহায্যে ডাউনলোড করা যাবে।এবিএইচএ মোবাইল অ্যাপের আইওএস সংস্কারণটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন: https://abdm.gov.in/ লিঙ্কে।

 

CG/SS/SKD/



(Release ID: 1828051) Visitor Counter : 198