পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

আসুন সকলের জন্য বিশুদ্ধ বায়ুর জন্য এক অংশগ্রহণমূলক এক লক্ষ্য স্থির করি : কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব

Posted On: 21 MAY 2022 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মে,  ২০২২
 
আসুন সকলের জন্য বিশুদ্ধ বায়ুর জন্য অংশগ্রহণমূলক এক লক্ষ্য স্থির করি।  দেশে শহরগুলিতে বায়ুর গুণমান বাড়াতে যে প্রয়াস গ্রহণ করা হয়েছে, তাতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আমরা যদি প্রত্যাশা পূরণ করতে চাই, তাহলে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ চেন্নাইয়ে জাতীয় বিশুদ্ধ বায়ু কর্মসূচি সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মশিবিরের সূচনা করে একথা বলেন। 
 
তিনি চেন্নাই, মাদুরাই ও ত্রিচূড়ের কথা উল্লেখ করে বলেন, এই শহরগুলিতে ৩০ লক্ষের বেশি মানুষ বসবাস করেন। তা সত্বেও এখানে বায়ুর গুণমান জাতীয় মানক অনুযায়ী নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বায়ুর গুণমান বজায় রাখতে তিনি তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকার প্রশংসা করেন। বায়ুর গুণমান বজায় রাখতে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই অনুযায়ী পর্ষদের আধিকারিকরা প্রত্যেক বুধবার অফিসের আসার সময় জীবাশ্ম জ্বালানী বহির্ভূত পরিবহণ ব্যবস্থার সুবিধা গ্রহণ করেন। তিনি জানান, আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত বিএস-৬ মান গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী যানবাহনগুলিতে বায়ু দূষণ প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জাতীয় বিশুদ্ধ বায়ু কর্মসূচিতে ১৩২টি শহরকে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলিতে বায়ুর গুণমান বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলের জন্য বিশুদ্ধ বায়ুর সংস্থান সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা স্মরণ করে শ্রী যাদব বলেন, দেশের ১০০টি শহরে বায়ুর গুণমান বাড়াতে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে। 
 
শ্রী যাদব যুবসমাজকে পরিবেশ-বান্ধব জীবনশৈলী, যথাযথ আচার-আচরণ ও মানসিকতা গ্রহণ করে সামাজিক পরিবর্তন নিয়ে আসতে বায়ুর গুণমান বাড়ানোর প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বায়ু দূষণ সংক্রান্ত সমস্যা দূরীকরণে জাতীয় স্তরের কর্মসূচির যাবতীয় উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে বলেও শ্রী যাদব অভিমত প্রকাশ করেন। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1827261) Visitor Counter : 253