নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

মুখ্য নির্বাচন কমিশনার/ নির্বাচন কমিশনাররা তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধার পুরো না নেওয়ার ব্যাপারে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন

प्रविष्टि तिथि: 20 MAY 2022 4:54PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২০ মে, ২০২২
 
মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ১৫ই মে দায়িত্বভার গ্রহণ করার পর শ্রী রাজীর কুমার আজ অন্য নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে যোগ দেন। 
 
বৈঠকে মুখ্য নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের জন্য নিয়ামক ভাতার ক্ষেত্রে আয়কর সংক্রান্ত যে ছাড় রয়েছে সেটি সহ অন্যান্য সুযোগ-সুবিধাগুলির পর্যালোচনা করা হয়।
 
নির্বাচন কমিশন সংক্রান্ত ১৯৯১ সালের আইনের ৩ নম্বর ধারা অনুসারে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হয়। বর্তমানে যে সুবিধাগুলি তাঁরা পেয়ে থাকেন :
 
১) প্রতি মাসে নিয়ামক ভাতা বাবদ ৩৪ হাজার টাকা; এই ভাতার উপর কোনো আয়কর প্রযোজ্য হয় না। 
২) প্রতি বছর নিজের জন্য এবং স্বামী বা স্ত্রী ও পরিবারের নির্ভরযোগ্য সদস্যদের জন্য ভ্রমণ সংক্রান্ত তিনটি লিভ ট্রাভেল কনসেশন দেওয়া হয়। 
 
কমিশন মনে করে, তাদের ব্যক্তিগত সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিষয়গুলি পুনর্বিবেচনা করা প্রয়োজন। কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে :
 
১) মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা তাঁদের জন্য বরাদ্দ আয়করের সুবিধা নেবেন না। এসংক্রান্ত একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে, যাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
২) মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি বছর তিনটি লিভ ট্রাভেল কনসেশনের বদলে একটি করে কনসেশনের সুযোগ তাঁরা নেবেন। 
 
CG/CB/ SKD/

(रिलीज़ आईडी: 1827230) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada , Malayalam